আজকে টিনের দাম। ১ বান টিনের দাম কত

বাসা বাড়ি তৈরি করার ক্ষেত্রে যে উপকরণটি সবথেকে বেশি ব্যবহৃত হয়ে থাকে সেটি হচ্ছে টিন। অর্থাৎ মধ্যযুগে বাসাবাড়ি তৈরি করার জন্য এই উপকরণ টির ব্যবহার চালু হয়। বাসা বাড়ি তৈরিতে এই উপকরণটি ব্যবহার চালু হওয়ার মাধ্যমে মূলত মানুষ তাদের বসবাস করার জন্য একটি সুন্দর বাসস্থান সহজেই তৈরি করতে পারছে। কেননা পৃথিবীতে টিনের ব্যবহার চালু হওয়ার পূর্বে মানুষ ঘর বাড়ি তৈরি করার ক্ষেত্রে ছন কিংবা গোলপাতা ব্যবহার করত। যেখানে বসবাস করা মানুষের জন্য খুবই কষ্টসাধ্য ছিল। তবে বর্তমান সময় টিনের ব্যবহার চালু হওয়ার কারণে এখন মানুষ পরিপূর্ণভাবে বাসা বাড়ি তৈরি করার ক্ষেত্রে এগিয়ে যেতে সক্ষম হচ্ছে। বাজারে সাধারণত বিভিন্ন ধরনের টিন বিক্রি হয়ে থাকে। সকল দিনের মূল্যের বেশ পার্থক্য রয়েছে। তাইতো অনেকেই তাদের প্রয়োজনে টিনের বাজার সম্পর্কিত তথ্য গুলো জানতে চান। সেজন্যই আমরা আজকে নিয়ে এসেছি আপনাদের উদ্দেশ্যে আজকে টিনের দাম এবং এক বান টিনের দাম কত তথ্যগুলো।

প্রাচীনকালে মূলত মানুষ তাদের বাস স্থান তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের লতা পাতা ব্যবহার করত। লতা পাতা কিংবা এই গাছের পাতার সাহায্যে মানুষের যে বাসস্থান তৈরি করেছিল সেখানে বসবাস করা খুবই দুঃখসাধ্য ছিল। মানুষের এই বাসস্থানের কষ্ট মূলত পৃথিবীতে প্রযুক্তি আবিষ্কারের মাধ্যমে দূর হয়েছে কেননা পৃথিবীতে প্রযুক্তি আবিষ্কারের শুরুতেই মূলত টিনের ব্যবহার চালু হয়েছে। যার কারনে মানুষ বসবাস করার জন্য একটি সুন্দর বাসা বাড়ির সহজে তৈরি করতে সক্ষম হয়েছে। বর্তমান সময় বিশ্বের প্রতিটি দেশেই বাড়িঘর কিংবা স্কুল কলেজ অথবা শিল্পকলা কারখানা তৈরি করার ক্ষেত্রেও এই টিন ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। গ্রাম বাংলার প্রতিটি মানুষের কাছে বাড়িঘর নির্মাণের জনপ্রিয় একটি উপাদান হচ্ছে টিন। তারা সুন্দরভাবে বাসা বাড়ি তৈরি করার ক্ষেত্রে এবং আকর্ষণীয় করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের রঙিন টিন ব্যবহার করে থাকেন। ইটের বাড়ি তৈরি করার ক্ষেত্রে এই টিনের ব্যবহার করা হয় আবার বাঁশ কাঠ দিয়ে বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে এই দিন বর্তমান সময়ে সকলের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

আজকে টিনের দাম

প্রতিনিয়ত মানুষের প্রয়োজনীয় পণ্য দ্রব্য গুলোর দাম প্রতিনিয়ত বেড়েই চলেছে। তাইতো প্রতিটি মানুষ সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের পণ্য দ্রব্যের বাজার সম্পর্কিত তথ্যগুলো জানতে চান। তাই আমরা আজকে সকলের উদ্দেশ্যে নিয়ে এসেছি আমাদের এই প্রতিবেদনে মানুষের প্রয়োজনীয় একটি বাড়িঘর নির্মাণের উপকরণ অর্থাৎ টিনের দাম সম্পর্কিত সকল তথ্য। এই তথ্যগুলোর আলোকে আমরা সাম্প্রতিক সময়ে টিনের মূল্য সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত ভাবে আলোচনা করব। আপনারা আমাদের আজকের আলোচনা সংগ্রহ করার মাধ্যমে বর্তমান সময়ে টিনের বাজার সম্পর্কে জেনে নিতে পারবেন এবং সকলকে জানাতে পারবেন। নিচে আজকে টিনের দাম তুলে ধরা হলো:

এক বান টিনের দাম কত

সাধারণত বিভিন্ন ধরনের টিম বিভিন্ন মূল্যে বিক্রি করা হয়। তবে টিন বান হিসেবে ক্রয় বিক্রয় হয়ে থাকে।টিন ক্রয় করার ক্ষেত্রে প্রতিটি মানুষ এক বান টিনের দাম সম্পর্কে তথ্যগুলো জানতে চান। এজন্য আমরা আজকে এক বান টিনের দাম কত সে তথ্যগুলো আপনাদেরকে জানাবো। আপনারা আমাদের আজকের এই তথ্যগুলোর আলোকে রঙিন টিন থেকে শুরু করে বাজারে যেসব টিম বাড়িঘর কিংবা বেড়া দেওয়ার জন্য ব্যবহার করা হয় সকল ধরনের টিনের বানের দাম জানতে পারবেন। নিচে এক বান টিনের দাম সম্পর্কিত তথ্যগুলো তুলে ধরা হলো:

৭ ফুট টিনের দাম | 7 feet tin price

  1. ৭ ফুটের দাম ৩২৭০ টাকা
  2. উপকরণ = জং বিরোধী স্থান
  3. সারফেস ট্রিটেড = সার্ফেন প্রযুক্তি
  4. শীট বেধ = 0.50 মিমি
  5. রঙ = ধূসর
  6. টাই = 7 ফুট
  7. ব্যবহার/আবেদন = আবাসিক

৬ ফুট টিনের দাম | 6 feet tin price

  1. ৬ ফুটের দাম ৩২৭০ টাকা
  2. উপকরণ = মাইক্রোসফট
  3. সারফেস ট্রিটমেন্ট = কালার লেপা
  4. শীট বেধ = 0.50 মিমি
  5. টাই = 6 ফুট
  6. ব্যবহার/আবেদন = আবাসিক
  7. ম্যানুফ্যাকচারিং টেকনিক = কোল্ড রোল্ড
  8. ন্যূনতম চাহিদা মূল্য = 5 Sq.Mt

১০ ফুট টিনের দাম | 10 feet tin price

  1. ৯ ফুটের দাম ৩২৭০ টাকা
  2. উপাদান = ইস্পাত / স্টেইনলেস স্টীল
  3. শীট বেধ = 2 মিমি
  4. দৈর্ঘ্য = 10 ফুট
  5. আকৃতি = আয়তক্ষেত্রাকার
  6. সামগ্রিক প্রস্থ = 1 mt
  7. প্রযুক্তি = হট রোল্ড

৯ ফুট টিনের দাম | 9 feet tin price

  1. ৯ ফুটের দাম ৩২৭০ টাকা
  2. উপাদান = মরিচা প্রতিরোধী ইস্পাত
  3. সারফেস ট্রিটমেন্ট = কালার লেপা
  4. পুরুত্ব = 0.45 মিমি
  5. রঙ = লাল
  6. ব্যবহার/আবেদন = আবাসিক, বাণিজ্যিক
  7. দৈর্ঘ্য = 9 ফুট

আজকের টিনের দাম ২০২৩

  1. চিকেন মার্কা ধেউটিন 1 বানের দাম 3100 টাকা থেকে 9000 টাকা পর্যন্ত।
  2. রঙিন টিনের 1 বিনের দাম আকার অনুযায়ী 3000 হাজার থেকে 9800 টাকা।
  3. গ্যালকো টিনের দাম 4300 টাকা থেকে শুরু করে 9200 টাকা পর্যন্ত
  4. 1 বান টিনের দাম আকার অনুযায়ী 2650 টাকা থেকে 8200 টাকা পর্যন্ত

ইন্ডাস্ট্রিয়াল টিনের দাম

  1. 0.36 মিমি ইন্ডাস্ট্রিয়াল/প্রোফাইল 48 টাকা প্রতি বর্গ ফুট।
  2. 0.38 মিমি ইন্ডাস্ট্রিয়াল/প্রোফাইল প্রতি বর্গফুট প্রতি 50 টাকা।
  3. 0.40 মিমি ইন্ডাস্ট্রিয়াল/প্রোফাইল 51 টাকা প্রতি বর্গফুট।
  4. 0.42 মিমি ইন্ডাস্ট্রিয়াল/প্রোফাইল 52 টাকা প্রতি বর্গফুট।
  5. 0.45 মিমি ইন্ডাস্ট্রিয়াল/প্রোফাইল 54 টাকা প্রতি বর্গফুট।
  6. 0.46 মিমি ইন্ডাস্ট্রিয়াল/প্রোফাইল 56 টাকা প্রতি বর্গফুট।
  7. 0.47 মিমি ইন্ডাস্ট্রিয়াল/প্রোফাইল 58 টাকা প্রতি বর্গফুট।
  8. 0.50 মিমি ইন্ডাস্ট্রিয়াল/প্রোফাইল প্রতি বর্গ ফুটে 60 টাকা।

আবুল খায়ের টিনের দাম

  1. 0.12 মিমি আবুল খায়ের টিনের দাম 2650 টাকা
  2. 0.17 মিমি আবুল খায়ের টিনের দাম 3800 টাকা।
  3. 0.19 মিমি আবুল খায়ের টিনের দাম 4400 টাকা
  4. 0.22 মিমি আবুল খায়ের টিনের দাম 5200 টাকা
  5. 0.26 মিমি আবুল খায়ের টিনের দাম 5700 টাকা
  6. 0.32 মিমি আবুল খায়ের টিনের দাম 6300 টাকা
  7. 0.34 মিমি আবুল খায়ের টিনের দাম 6600 টাকা
  8. ০.৪২ মিলিমিটার আবুল খায়ের টিনের দাম ৭১০০ টাকা
  9. 0.46 মিমি আবুল খায়ের টিনের দাম 7500 টাকা
  10. 0.50 মিমি আবুল খায়ের টিনের দাম 8200 টাকা
  11. 0.320 মিমি আবুল খায়ের 1 বান বাংগিন টিনের দাম 7050 টাকা।
  12. 0.420 মিমি আবুল খায়ের 1 বান বাঙ্গিন টিনের দাম 6800 টাকা।
  13. 0.320 মিমি আবুল খায়ের 1 ব্যান ব্যানগিন টিনের দাম 5800 টাকা।
  14. 0.260 মিমি আবুল খায়ের 1 বান বাংগিন টিনের দাম 5300 টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button