ইয়ামাহা বাইক এর দাম কত| ইয়ামাহা (YAMAHA) মোটরসাইকেলের বর্তমান দাম ২০২৪

তথ্য যোগাযোগ প্রযুক্তির অভাবনীয় পরিবর্তন পৃথিবীতে প্রতিনিয়ত নতুন নতুন চমকপ্রদ এনে দিয়েছে। প্রযুক্তির এই অভাবনীয় পরিবর্তনের কারণে মূলত পৃথিবীতে প্রতিনিয়ত মানুষের জীবনযাত্রার পরিবর্তিত হতে চলেছে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষ তার দৈনন্দিন জীবনকে অনেক সহজ করে নিয়েছে সেই সাথে মানুষের সকল প্রয়োজনীয় চাহিদা গুলো এখন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অতি সহজেই সম্পন্ন করছে। তাইতো আমরা এখন দেখতে পাই বাসা বাড়ি থেকে শুরু করে কৃষি ক্ষেত্রে প্রযুক্তির ব্যাপক ব্যবহার। এই প্রযুক্তির ব্যবহার আমাদের জীবনকে পাল্টে দিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দৈনন্দিন জীবনে প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তি চালিত যন্ত্রপাতি যানবাহন গুলো আমাদের নিত্য সঙ্গী হয়ে উঠেছে। এজন্য আজ আমরা নিয়ে এসেছি আমাদের এই প্রতিবেদনটিতে ইয়ামাহা বাইকের দাম কত সে সম্পর্কিত সকল তথ্য। আজকের এই তথ্যগুলো আলোকে আপনারা ইয়ামাহা বাইকের দাম সম্পর্কে জানতে পারবেন।

পৃথিবীতে প্রযুক্তি চালিত যেসব যানবাহন ও যন্ত্রপাতি আমাদের জীবনকে আরামদায়ক করেছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে মোটরবাইক কিংবা মোটরসাইকেল। যা দুই চাকা বিশিষ্ট একটি ইঞ্জিন চালিত চক্র জান যেখানে একজন পরিচালক ও এক থেকে দুজন যাত্রী যাতায়াত করা সম্ভব। মোটরসাইকেল এমন একটি যানবাহন জামাতের নিত্য প্রয়োজনীয় সকল ধরনের প্রয়োজন পূরণ করতে এবং তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মোটরসাইকেল বিভিন্ন ধরনের হয়ে থাকে।

বর্তমান সময়ে অনেক মোটরসাইকেল পাওয়া যায় যেগুলো চার্জ এর উপর নির্ভর করে বিভিন্ন গন্তব্যস্থলে পৌঁছাতে সাহায্য করে থাকে। এছাড়াও এখন আধুনিক পৃথিবীতে অত্যাধুনিক জিনিসপত্র যন্ত্রপাতি দ্বারা তৈরি হচ্ছে আকর্ষণীয় বেশ কিছু মোটরসাইকেল যেগুলো তরুণ প্রজন্মের তরুণদের দৃষ্টি কেড়েছে। অত্যাধুনিক এই মোটর বাইক গুলোর মধ্যে রয়েছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ ডিসকভার সুজুকি জিক্সার frc ইত্যাদি। বর্তমানে শুধুমাত্র বাংলাদেশে নয় বরং বিশ্বের বিভিন্ন দেশে এই মোটর বাইক গুলো ব্যবহারে বিক্রি হচ্ছে এবং তরুণদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে।

ইয়ামাহা বাইকের দাম কত

তরুণ সমাজে জনপ্রিয় বাইকের মধ্যে অন্যতম একটি হচ্ছে ইয়ামাহা বাইক। যা বর্তমান সময়ের অধিকাংশ তরুণ তাদের বিভিন্ন প্রয়োজনে এই বাইকগুলো ক্রয় করে থাকে। অনেকে এই বাইক গুলোকে কাপল বাইক বলে থাকেন। বর্তমান সময় বাংলাদেশের প্রতিটি অঞ্চলে তরুণদের কাছে এই বাইকগুলো জনপ্রিয়তা অর্জন করেছে। তাইতো অনেকেই এই বাইকের দাম সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেছেন। তাদের উদ্দেশ্যে আজকে আমরা ইয়ামাহা বাইকের দাম কত সে সম্পর্কে যাবতীয় তথ্য নিয়ে হাজির হয়েছি আপনারা আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে ইয়ামাহা বাইকের দাম সম্পর্কে জেনে নিতে পারবেন। আপনি এর সঠিক মূল্য সম্পর্কে জেনে নিয়ে আপনার নিকটস্থ যে কোন শোরুম থেকে সঠিক মূল্য এই বাইকটি ক্রয় করতে পারবেন। নিচে ইয়ামাহা বাইকের দাম কত তুলে ধরা হলো:

Yamaha Motorcycle List Price CC Mileage
Yamaha Alpha Discontinue 110cc 60 kmpl to 70 kmpl
Yamaha Ray ZR ৳ 230,000 110cc 60 kmpl to 70 kmpl
Yamaha Saluto ৳ 140,000 125cc 70 kmpl to 80 kmpl
Yamaha XTZ 125 Discontinue 125cc
Yamaha NMax Discontinue 155cc 40 kmpl to 50 kmpl
Yamaha SZ-RR V2 Discontinue 150cc 50 kmpl to 60 kmpl
Yamaha M Slaz 150 Discontinue 150cc 40 kmpl to 50 kmpl
Yamaha XSR 155 ৳ 545,000 155cc 40 kmpl to 50 kmpl
Yamaha YZF R15 V3 Dual ABS ৳ 460,000 155cc 40 kmpl to 50 kmpl
Yamaha Xabre 150 Discontinue 150cc 40 kmpl to 50 kmpl
Yamaha Fascino Discontinue 110cc 60 kmpl to 70 kmpl
Yamaha XTZ 150 Discontinue 150cc 40 kmpl to 50 kmpl
Yamaha YBR 125G ৳ 225,000 30 kmpl to 40 kmpl
Yamaha Ray-ZR 125 FI ৳ 230,000 125cc 50 kmpl to 60 kmpl
Yamaha FZ Fi v3 ৳ 251,000 150cc 40 kmpl to 50 kmpl
Yamaha Aerox 155 3,80,000 155cc 50 kmpl to 60 kmpl
Yamaha Ray ZR Street Rally ৳ 165,000 110cc 70 kmpl to 80 kmpl
Yamaha R15 V3 Monster Edition ৳ 485,000 155cc 40 kmpl to 50 kmpl
Yamaha WR 155R Coming Soon 155cc 40 kmpl to 50 kmpl
Yamaha Vixion ৳ 360,000 150cc 40 kmpl to 50 kmpl
Yamaha R15 V3 ৳ 485,000 155cc 40 kmpl to 50 kmpl
Yamaha FZS Fi V2 ৳ 200,000 150cc 50 kmpl to 60 kmpl
Yamaha Fazer Fi V2 ৳ 289,000 150cc 40 kmpl to 50 kmpl
Yamaha FZS FI V3 ABS ৳ 255,000 150cc 50 kmpl to 60 kmpl
Yamaha MT 15 ৳ 423,000 155cc 40 kmpl to 50 kmpl
Yamaha R15M ৳ 575,000 155cc
Yamaha R15 V4 ৳ 560,000 155cc
Yamaha FZ-X ৳ 280,000 155cc
Yamaha FZs Fi Deluxe ৳ 270,000 40 kmpl to 50 kmpl
Yamaha Vixion R 155 ৳ 360,000 150cc 50 kmpl to 60 kmpl
Yamaha R15 V3 Indian Version Dual ABS ৳ 470,000 155cc 50 kmpl to 60 kmpl
Yamaha Ray ZR 125 Fi ৳ 235,000 60 kmpl to 70 kmpl
Yamaha Ray zr Street Rally Fi 125 Hybrid ৳ 200,000 50 kmpl to 60 kmpl
Yamaha Saluto 125 UBS ৳ 147,000 125cc 60 kmpl to 70 kmpl
Yamaha FZS-Fi V3 Vintage Edition ৳ 253,500 150cc 40 kmpl to 50 kmpl
Yamaha R15 V3 Indonesia ৳ 470,000 155cc 40 kmpl to 50 kmpl
Yamaha R15 V3 Indian Version Dual ABS ৳ 470,000 155cc 40 kmpl to 50 kmpl
Yamaha R15M WGP 60th Anniversary Edition ৳ 580,000 155cc 40 kmpl to 50 kmpl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button