ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা ২০২৪

ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা ২০২৪: আপনাদের সকলকে ঈদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক। বিশেষ এই মুহূর্তে আপনাদের মাঝে খুবই প্রয়োজনীয় একটি বিষয়ের উপর ছোট্ট এই আর্টিকেলটি নিয়ে উপস্থিত হয়েছি আমরা। আমরা আমাদের এই আর্টিকেলটির মাধ্যমে তুলে ধরবো কিছু শুভেচ্ছা বার্তা। ঈদকে কেন্দ্র করে পরিবারের সকল সদস্য আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব ও প্রিয়জনকে শুভেচ্ছা জানানোর প্রয়োজন রয়েছে। আর বাদ দার মাধ্যমে শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে সহযোগিতা করব আমরা। সুতরাং আপনি যদি আপনার পরিচিত ব্যক্তিদের ঈদের শুভেচ্ছা জানাতে খুদেবার্তা ব্যবহার করতে চান তাহলে আমাদের আলোচনাটি আপনাকে সহযোগিতা প্রদান করবে আপনার পরিচিত ব্যক্তিদের শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে।

অর্থাৎ আপনি যদি ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদেবার্তা অনুসন্ধান করে থাকেন যাচ্ছেন আপনজনদের সুন্দর একটি শুভেচ্ছা বার্তা পাঠাতে তাহলে অবশ্যই আমাদের আলোচনা থেকে খুদে বার্তাগুলো সংগ্রহ করবেন। ঈদ উপস্থিত হওয়ার পূর্বেই অসংখ্য মানুষ শুভেচ্ছা বার্তাগুলো অনুসন্ধান করছে। তাই আগ্রহের সাথে আমরা নতুন কিছু ঈদ মোবারক অর্থাৎ ঈদের শুভেচ্ছা বার্তা নিয়ে উপস্থিত হতে পেরেছি আপনাদের মাঝে। সুতরাং সময় নিয়ে আমাদের সাথে থেকে আপনার পছন্দের ঈদের শুভেচ্ছা বার্তা সংগ্রহ করতে পারেন। যা সত্যিই আপনাদের জন্য বিশেষ প্রয়োজনীয় এই মুহূর্তে। সুতরাং এমন প্রয়োজনীয় ঈদের শুভেচ্ছা খুদেবার্তা সংগ্রহ করুন আমাদের এই ছোট্ট আলোচনাটি থেকে।

ঈদের শুভেচ্ছা এসএমএস

ঈদ মোবারক, ঈদ মোবারক। আমাদের মাঝে উপস্থিত হয়েছে খুশির দিন আনন্দের দিন। ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে ঈদের শুভেচ্ছা এসএমএস গুলোর ব্যবহার হচ্ছে। একে অপরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন সুন্দর সুন্দর কথা ও ছন্দের মাধ্যমে। ঈদের দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে অনেকেই এমন শুভেচ্ছা এসএমএসগুলো ব্যবহার করেন সকলের মাঝে আনন্দ সরিয়ে দিতে শুভেচ্ছা এসএমএসগুলোর গুরুত্ব রয়েছে। তাইতো বহুদিন ধরে ঈদের শুভেচ্ছা এসএমএস গুলোর ব্যবহার হয়ে আসছে আমরা এবছরকে কেন্দ্র করে আরো নতুন কিছু ঈদ মোবারক শুভেচ্ছা এসএমএস নিয়ে উপস্থিত হয়েছি।

০১। ঈদের শুভেচ্ছা জানাই তোমাকে,
অনেক বেশি খুশি ঘিরে রাখুক তোমাকে,
সব আপনজনের মায়া মাতিয়ে রাখুক তোমাকে,
শুধু যখন সালামি পাবে মনে করিও আমাকে।
ঈদ মোবারক 🕌

০২। আসছে ঈদ লাগছে ভালো, তাইতো আমায় বলতে হলো।
ঈদ মানে আকাশ ভরা আলো, ঈদ মানে সবাই থাকবে ভালো।
ঈদ মুবারক

০৩। দিনে গরম রাতে শীত সামনে আসছে কুরবানি ঈদ। সাদা রুটি মাংসের ঝোল, খেতে তোমরা করোনা ভুল।
ঈদে থাকব হাসি খুশি তোমাকে চাই পাশাপাশি।

০৪। ঈদ মানে খুসি, ঈদ মানে আনন্দ,
ঈদ আসে ভুলিয়ে দিতে সকল বিভেদ দ্বন্দ্ব।
ঈদ মানে ভুলে যাওয়া যতো দুঃখ ভয়,
ঈদের মত তোমার জীবন টা হোক দীপ্তিময়।
@ ঈদ মোবারাক @

০৫। হাঁসের ডিম মুরগির ডিম, দেখা হবে ঈদের দিন।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি।
ঈদের দাওয়াত না দিলে মারবো একটা ঘুষি!
ঈদ মোবারক

০৬। সাদা গোলাপ সবুজ পাতা, তোমাকে জানাই ঈদের কথা।
আসবে আমার বাড়িতে, বসতে দিব পিড়িতে।
খাবে কিন্তু অল্প, করবো অনেক গল্প।
ঈদ মোবারক ☪️

০৭। রঙ লেগেছে মনে, মধুর এই ক্ষনে, তোমায় আমি রাঙিয়ে দিবো ঈদের এই দিনে।
ঈদ মোবারাক

ঈদ মোবারক শুভেচ্ছা

ঈদ মোবারক শুভেচ্ছা জানানোর উদ্দেশ্যে এসএমএস স্ট্যাটাস ও ক্যাপশন সংগ্রহ করার উদ্দেশ্য নিয়ে উপস্থিত হয়ে থাকলে এখান থেকে আপনার চাহিদা মত শুভেচ্ছা বার্তা সংগ্রহ করতে পারবেন। আমরা আমাদের এই আর্টিকেলটির মাধ্যমে একাধিক ঈদ মোবারক শুভেচ্ছা বার্তা নিয়ে উপস্থিত হয়েছি। সুতরাং আপনি যদি ঈদের শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে কথা ও ছন্দের মাধ্যমে তৈরি শুভেচ্ছা বার্তা সংগ্রহ করার উদ্দেশ্য নিয়ে উপস্থিত হয়ে থাকেন তাহলে এই আর্টিকেলটি আপনাকে সত্যিই সহযোগিতা প্রদান করবে। এসএমএস স্ট্যাটাস ও ক্যাপশন হিসেবে ব্যবহার উপযোগী এমন শুভেচ্ছা বার্তাগুলোই থাকছে আমাদের আলোচনায়। আলোচনা সাপেক্ষে আমাদের সাথে থাকুন এবং আপনার পছন্দের শুভেচ্ছা বার্তা সংগ্রহ করুন।

হ্যালো প্রিয় এন্ড প্রিয়তম,
আর মাত্র কয়েক দিন |
আসছে সবার খুশির দিন !
নতুন জামা কিনে নিন,
সময় নেই বেশি দিন|
দাওয়াত রইল অগ্রিম,
আসবেন কিন্তু ঈদের দিন,
অপেক্ষায় থাকবো সারাদিন.

যেদিন দেখব ঈদের চাঁদ,
খুশি মনে কাটবে রাত।
নতুন সাজে সাজব আজ,
আজ হলো ঈদের দিন
আনন্দে কাটবে সারাদিন।
ঈদ মোবারাক

দূরের মানুষ আসুক কাছে,
কাছের জন থাকুক পাশে,
মন ছুটে যাক তোমার টানে,
নয়া চাদের আগমনে,
কাটুক খুশি সবার মনে। ঈদ মোবারাক

সারা দেশে চলছে ঈদের উৎসব।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি।
ঈদ মানে হাজার কষ্টের মাঝেও একটুখানি হাসি।
সবাইকে ঈদ মোবারক।

ফুল সুবাস দেয়, দৃষ্টি মন চুরি করে, খুশি আমাদের হাসায়, দুঃখ আমাদের কাদায়, আর আমার এই এসএমএস তোমাকে ঈদের শুভেচ্ছা জানায়।
’ঈদ মোবারাক’

আজকে খুশির বাঁধ ভেঙেছে,
ঈদ এসেছে ভাই ঈদ এসেছে
শাওআলের চাঁদ ওই উকি দিয়েছে,
সবার ঘরে আজ ঈদ এসেছে
সেই দিন আর নয় বেশি দূর,
রমযান শেষ হলে
কাটবে অপেখখার ঘোর।
ঈদ মোবারক

কিছু কথা অব্যাক্ত রয়ে যায়, কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়,
কিছু স্মৃতি নিরবে কেদে যায়, শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয়
” ঈদ মোবারক

রিমঝিম এই বৃষ্টিতে, ঈদ কাটাবো সৃষ্টিতে. খুশির হাওয়া লাগলো মনে, নাচবে খুকি ক্ষণে ক্ষণে সাজবে সবায় নতুন পোশাক, ঈদ যেন সারা জীবন রয়ে যাক । ঈদ মোবারক

পড়েছে আজ চাঁদের নজর,তাইতো পেলাম ঈদের খবর।
হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ,সবাই পেলো ঈদের বাতাস।
সবাইকে ঈদের শুভেচ্ছা।
_ঈদ মোবারক

বলছি আমি আমার কথা,
ঈদে থাকবে নাকো মনের ব্যাথা,
আমার জীবনে অনেক চাওয়া,
ঈদ থেকে সব পাওয়া,
ঈদের প্রতি তাই এত্ত ভালোবাসা,
ঈদ মোবারক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button