একুরিয়ামের মাছের নাম ও দাম। একুরিয়ামের মাছ নিয়ে ক্যাপশন। একুরিয়ামের মাছ নিয়ে স্ট্যাটাস

পৃথিবীতে অনেক প্রজাতির মাছ রয়েছে। বিভিন্ন প্রাণীর মাঝ রয়েছে এছাড়া সমুদ্রের তলদেশে গভীরে অনেক মাছ রয়েছে যেগুলোর বিষয় সম্পর্কে আকৃতি সম্পর্কে জানতে আমরা এখনো ব্যর্থ। তবে ছোট ও বড় বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে আমাদের মাঝে যেগুলো দেখতে অসম্ভব সুন্দর। সুন্দর প্রজাতির এই মাছগুলোকে অনেকেই একুরিয়ামে রাখেন সৌন্দর্য বর্ধনের জন্য। একুরিয়াম পছন্দ করেন অনেকেই এক্ষেত্রে একুরিয়ামের মাছের বিষয় সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করে অনলাইনে অনুসন্ধান করেন মাছের নাম ও দাম সম্পর্কিত বিষয়ে ধারণা লাভের উদ্দেশে।

একুরিয়ামে রাখার সুন্দর মাছগুলোর মূল্য সম্পর্কিত বিষয় সম্পর্কে অনেকেই ভুল মন্তব্য করে থাকেন। অনেকেই ভেবে থাকেন এই মাছগুলোর মূল্য অনেক বেশি সত্যিই কি তাই । সত্যিকার অর্থে তারা নয় একুরিয়ামের মাছের মূল্য অনেকটাই কম বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে মাছের প্রজাতি ও আকারের উপর ভিত্তি করে মাসের মূল্য নির্ধারণ হয়ে থাকে। আমরা আপনাদের সহযোগিতা করবো মাছের নাম ও মূল্যের বিষয় সম্পর্কে জানিয়ে। অর্থাৎ আমাদের এই আর্টিকেলটি সেই সমস্ত ব্যক্তির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা একুরিয়াম পছন্দ করছেন আপনার শখের একুরিয়ামটিতে সুন্দর মাছ রাখার কথা ভাবছেন। চলুন বন্ধুরা একুরিয়ামের মাছের নাম ও মূল্য সম্পর্কিত বিষয় সম্পর্কে জানি।

একুরিয়ামের মাছের নাম ও দাম

বর্তমান সময়ে সৌন্দর্য বর্ধনের উদ্দেশ্যে অনেকেই অনেক অনেক ধরনের ডেকোরেশন করেন। বাসা বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে কিংবা অফিসে অনেকেই একটি একুরিয়াম রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন। এক্ষেত্রে একুরিয়ামের জন্য মাছ নির্ধারণের ক্ষেত্রে মাছের নাম ও দাম সম্পর্কে জানার আগ্রহ থাকে অনেকের। তাইতো আমরা আমাদের আর্টিকেলটির মাধ্যমে একুরিয়ামের মাছের নাম ও দাম সম্পর্কে জানাতে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। সুতরাং আমাদের সাথে থেকে একুরিয়ামের মাছের নাম ও দাম সম্পর্কে জানুন নিচে নামের সাথে দাম উল্লেখ করা হলো।

গোল্ডফিশ: প্রজাতি ও আকারভেদে গোল্ডফিশের জোড়া ৫০ থেকে ২ হাজার ৫০০ টাকা।

অ্যারোয়ানা ফিশ: অ্যারোয়ানার জোড়া ৩ হাজার থেকে ৮০ হাজার টাকা।

কচ্ছপ: থাই কচ্ছপের জোড়া ৬০০ থেকে ১ হাজার ২০০ টাকা।

অস্কার ফিশ: এ মাছের জোড়া ৪০০ থেকে ৩ হাজার টাকা।

গাপ্পি: গাপ্পির জোড়া ৮০ থেকে ১০০ টাকা।

অ্যাঞ্জেল ফিশ: অ্যাঞ্জেলের জোড়া ২০০ থেকে ৫০০ টাকা।

ফ্লাওয়ারহর্ন ফিশ: এ মাছটির দাম ৫০০ থেকে ৪ হাজার টাকা।

টাইগার শার্ক: মাছের জোড়া ৮০ থেকে ১৬০ টাকা।

মলি: মাছের জোড়া ৮০ থেকে ১৫০ টাকা।

একুরিয়ামের মাছ নিয়ে ক্যাপশন

অনেকের বাসায় একুরিয়াম রয়েছে একুরিয়ামের মাছ গুলোর আপডেট ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড এর ক্ষেত্রে সুন্দর একটি ক্যাপশন খুঁজছেন। এক্ষেত্রে আমাদের সাথে থেকে ক্যাপশনগুলো সংগ্রহ করতে পারেন আমরা আপনাদের সহযোগিতার উদ্দেশ্যে একুরিয়ামের মাছ নিয়ে সুন্দর ও নতুন কিছু ক্যাপশন তুলে ধরেছি নিচে।

ভালোবাসা হল সেই জাল যেখানে “হৃদয়” মাছের মত ধরা পড়ে।
— মোহাম্মদ আলী

বড় মাছেরা অগভীর জলে সাঁতার কাটে না।
— মাতশোনা ধলিওয়াও

মনে রাখবেন, মাছ হলো আত্মীয়ের মতো। দুই দিন পর দুর্গন্ধ হয়ে যায়।
— ববি হিনান

অল্প পানির মাছ, বেশী পানিতে গেলে অহংকারী হয়ে পড়ে ।
— প্রবাদ

আমাকে একটি মাছ দিন, আমি একদিন খাবো, আমাকে মাছ ধরা শিখিয়ে দিন, আমি আজীবন খাবো ।
— চীনা প্রবাদ

জীবন অনেক মাছ দ্বারা পূর্ণ একটি বড় সমুদ্র। আমি আমার জাল নামিয়ে দিলাম এবং টান দিলাম। আমি এখনও টানছি।
— ল্যাংস্টোন হিউজেস

একুরিয়ামের মাছ নিয়ে স্ট্যাটাস

একুরিয়ামের মাছ নিয়ে স্ট্যাটাস গুলো খুঁজে যারা আমাদের আলোচনা এসেছেন তাদেরকে কিছু নতুন স্ট্যাটাস দিয়ে সহযোগিতা করব আমরা। আপনি যদি একুরিয়ামের মাছ নিয়ে স্ট্যাটাস খুঁজে থাকেন তাহলে বিশেষ সহযোগিতা সম্পন্ন এই আর্টিকেলটি আপনার জন্য। একুরিয়ামের সুন্দর মাছকে নিয়ে সুন্দর একটি স্ট্যাটাস প্রদান করতে চাইলে এখান থেকে স্ট্যাটাস নির্বাচন করুন।

একটি ছোট টোপ, একটি বড় মাছ ধরতে পারে ।
— জন টেলর উড

একটি মা মাছ কে বাঁচতে দিন, অনেক গুলো মাছ উপহার পাবেন ।
—- সংগৃহীত

একুরিয়ামে নয় মাছের আসল সৌন্দর্য হলো সমুদ্রে ।
— সংগৃহীত

মাছের স্বাধীনতা পানিতে, মানুষের স্বাধীনতা গনতন্ত্রে ।
— সংগৃহীত

ভাগ করা মাছের মধ্যে কোন কাঁটা নেই ।
— ডেমোক্রিটাস

যে মাছ ধরবে, তাকে তার টোপ দিতে হবে ।
— বেঞ্জামিন ফ্রাঙ্কলিন

মাছকে ভালো করে দেখতে হলে, মাছ হয়ে যেতে হবে ।
— জ্যাক ইভেস কুস্টিউ

পৃথিবীর সৌন্দর্য হলো গাছ, সমুদ্রের সৌন্দর্য হলো মাছ ।
— সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button