কাতারে আজকে সোনার দাম কত ২০২৪

পৃথিবীতে মহামূল্যবান ধাতু গুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে সোনা। যা মূলত অলংকার তৈরি করার ক্ষেত্রে ব্যাপক ব্যবহৃত হয়ে থাকে। সেই প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত নারীদের অলংকার তৈরি করাতে সোনা ধাতুটির ব্যবহার প্রচলিত হয়েছে। বিশ্বের সোনা উৎপাদনকারী দেশগুলোতে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে সোনা উৎপাদন হচ্ছে। উৎপাদনের তুলনায় সারা বিশ্বে সোনার দ্বিগুণ চাহিদা রয়েছে যার কারণে প্রতিনিয়ত সোনার বাজার বেড়েই চলেছে। বিশ্বের একেক দেশের বাজারে এক এক মূল্যে সোনা বিক্রি হয়ে থাকে। সোনা যেমন বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে তেমনি সোনার মান অনুসারে এর দাম নির্ধারণ করা হয়। তাইতো অনেকেই আন্তর্জাতিক বিশ্বে সোনার বাজার সম্পর্কিত তথ্যগুলো জানতে চান। তাদের উদ্দেশ্যে আজকে কাতারের সোনার দাম কত ২০২৪ আপডেট তথ্যগুলো তুলে ধরা হয়েছে যেখানে আমরা প্রতিটি ক্যারেট স্বর্ণের মূল্য সম্পর্কিত তথ্যগুলো সংগ্রহ করেছি এবং আপনাদের মাঝে তুলে ধরেছি।
সোনা একটি ধাতব খনিজ পদার্থ। যা অলংকার তৈরি করার ক্ষেত্রে ব্যাপক ব্যবহার হয়ে থাকে। সোনার মূল্যবান খনিজ ধাতু গুলোর মধ্যে অন্যতম এটি হলুদ বর্ণের একটি চকচকে ধাতু। এই ধাতুটি সহজেই বহনযোগ্য এবং এর রং অপরিবর্তনীয় যার কারণে ধাতুটির জনপ্রিয়তা প্রাচীনকাল থেকেই প্রচলিত হয়েছে। প্রাচীনকালে রাজা বাদশা কিংবা জমিদার শ্রেণীর মানুষেরাও সোনার তৈরি বিভিন্ন ধরনের অলংকার ও বাসন-কোষন ব্যবহার করত। প্রাচীন কালের সেই রাজা জমিদারদের আমল বিলুপ্ত হওয়ার কারণে এখন বাসনপত্র কিংবা রাজা বাচ্চাদের স্বর্ণালংকার তৈরীর বিলুপ্ত হয়েছে। কিন্তু বিশ্বজুড়ে এখনো সোনার প্রচুর পরিমাণ ব্যবহার করা হচ্ছে অলংকার তৈরি করার ক্ষেত্রে। কেননা বিয়ে থেকে শুরু করে অন্নপ্রাশন মুখে ভাত জন্মদিন প্রতিটি প্রতিটি বিশেষ অনুষ্ঠানে সোনার তৈরি অলংকার গুলোর জনপ্রিয়তা রয়েছে।
সৌন্দর্যপ্রিয় প্রতিটি মানুষের কাছে সোনার অলংকার গুলোর গুরুত্ব রয়েছে যার কারণে প্রতিনিয়ত সোনা উৎপাদনের তুলনায় বিশ্ব জুড়ে সোনার চাহিদা তৈরি হচ্ছে। বিশ্বজুড়ে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে সোনা উৎপাদন হলেও সোনার বাজার ব্যাপকভাবে বেড়েই চলেছে। যা অনেকের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে। তবুও মানুষ তাদের বিভিন্ন প্রয়োজনে সোনা ক্রয় করে প্রয়োজনীয় অলংকার তৈরি করছে।
কাতারে আজকে সোনার দাম ২০২৪
সোনা উৎপাদনকারী দেশসমূহের মধ্যে অন্যতম একটি দেশ হচ্ছে কাতার যেখানে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে সোনা উৎপাদন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কাতার দেশটির সোনা গুনগত মানের দিক থেকে ভালো হওয়ার কারণে মূলত বিশ্বজুড়ে এর চাহিদা রয়েছে। ইন্টারনেট প্রযুক্তির ব্যবহারের কারণে এখন মানুষ ঘরে বসে সারা বিশ্বের যে কোন দেশের পণ্যদ্রব্য ক্রয় করার সুযোগ পাচ্ছে এবং মূল্য সম্পর্কে জানতে পারছে। তাইতো অনেকেই কাতারে সোনার বাজার সম্পর্কিত তথ্যগুলো জানতে চান। তাদের জন্য এখানে কাতারে সোনার দাম কত সে সম্পর্কে সকল তথ্য তুলে ধরা হয়েছে। আপনারা আমাদের তথ্যগুলো আলোকে জানতে পারবেন কাতারে প্রতিটি ক্যারেট স্বর্ণের সঠিক মূল্য। নিচে কাতারে আজকে সোনার দাম তুলে ধরা হলো:
- ২৪ ক্যারেট প্রতি গ্রাম = ২৩৬.৪৫ রিয়াল
- ২২ ক্যারেট প্রতি গ্রাম = ২১৭.০৬ রিয়াল
- ২১ ক্যারেট প্রতি গ্রাম = ২০৬.৮৯ রিয়াল
- ১৮ ক্যারেট প্রতি গ্রাম = ১৭৭.৩৪ রিয়াল
আজকের সোনার দাম কত কাতার
ক্যারেট | টাইপ | আজকের দাম |
২৪ ক্যারেট | ভরি | ২,৭৬০ রিয়াল |
২২ ক্যারেট | ভরি | ২,৫৩৪ রিয়াল |
২১ ক্যারেট | ভরি | ২,৪১৩ রিয়াল |
১৮ ক্যারেট | ভরি | ২,০৭০ রিয়াল |