গন্ধরাজ ফুল নিয়ে স্টাটাস| গন্ধরাজ ফুল নিয়ে ক্যাপশন

গন্ধরাজ ফুল নিয়ে স্টাটাস ও ক্যাপশন: আমাদের দেশে সুন্দর সুভাষ ও মিষ্টি সুগন্ধীর জন্যই মূলত গন্ধরাজ ফুলটির বিশেষ খ্যাতি। কেননা গন্ধরাজ ফুলের সাদা শুভ্র বর্ণ এবং মোহনীয় গন্ধ ফুল প্রেমি প্রতিটি মানুষকে মুগ্ধ করে তোলে। সেই সাথে গন্ধরাজ ফুলটি সারা বছর প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাইতো বাসা বাড়িতে অনেকেই গন্ধরাজ ফুলের গাছ লাগিয়ে থাকেন যা বাড়িতে সৌন্দর্য বৃদ্ধি করতে এবং পুরো বাড়িটিকে মিষ্টি গন্ধে ভরিয়ে তুলতে অবদান রাখে। মিষ্টি গন্ধের এই ফুলটির শুধুমাত্র বাংলাদেশের নয় বরং বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক চাহিদা রয়েছে। তাইতো এই ফুল নিয়ে অনেকেই স্ট্যাটাস ক্যাপশন গুলো অনুসন্ধান করেন তাদের উদ্দেশ্যে মূলত আজকের পোস্টটি তুলে ধরা হয়েছে। আপনারা আমাদের ওয়েবসাইট থেকে গন্ধরাজ ফুল নিয়ে সকল ধরনের স্ট্যাটাস ও ক্যাপশন পেয়ে যাবেন এবং এগুলো সহজে সংগ্রহ করতে পারবেন।

প্রকৃতিতে প্রতিনিয়ত হারে রকমের ফুল ফুটে থাকে এই ফুলগুলোর মধ্যে কোনটি সৌন্দর্য দিক থেকে মানুষের মন জয় করে থাকে আবার কোন কোন ফুল রয়েছে যার মিষ্টি ও ঝাঁঝালো গন্ধ মানুষকে মুগ্ধ করে তোলে। মোহনীয় গন্ধ কিংবা মিষ্টি সুভাষের এরকমই একটি ফুলের নাম হচ্ছে গন্ধরাজ ফুল সাদা শুভ্র বর্ণের হয়ে থাকে। সৌন্দর্যের দিক থেকে সাদা শুভ্র বর্ণের এই ফুলটি যেন মানুষকে আকর্ষিত করে তোলে সেই সাথে ফুলটির মিষ্টি গন্ধ চারদিকে মুহমুহ করে উঠে। গন্ধরাজ ফুল এমন একটি ফুল যা বাংলাদেশের প্রতিটি অঞ্চলে বাসা বাড়িতে বাগানে কিংবা বাইরে আঙ্গিনায় দেখা যায়। এই ফুল চাষে কোন পরিশ্রম কিংবা রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় না যার কারণে বিনা থাকে এই গন্ধরাজ ফুল চাষ করে বাড়তি আয় বাড়ানো সম্ভব। কেননা মেয়েদের প্রসাধনী তেল শ্যাম্পু অথবা ক্রিম তৈরি করতে গন্ধরাজ ফুলের ব্যাপক চাহিদা রয়েছে সেই সাথে বিশ্বজুড়ে এই ফুলটির চাহিদা বৃদ্ধি পেয়েছে।

গন্ধরাজ ফুল নিয়ে স্ট্যাটাস

পৃথিবীতে যে সমস্ত ফুল তার মিষ্টি গন্ধ ও অপরুপ সৌন্দর্যের জন্য খ্যাতি লাভ করেছে তার মধ্যে অন্যতম একটি ফুল হচ্ছে গন্ধরাজ অর্থাৎ গন্ধে রাজা হচ্ছে এই গন্ধরাজ ফুল। এই ফুলটি প্রসাধনী তৈরিতে ব্যাপক ব্যবহৃত হয় সেই সাথে গন্ধরাজ ফুল একটি ঔষধি গুনাগুন সম্পন্ন ফুল। তাইতো বাংলাদেশ নয় বরং বিশ্বের বিভিন্ন দেশে এই ফুলটির চাহিদা রয়েছে। এজন্য আমরা আজকে গন্ধরাজপ্রেমী পাঠকদের উদ্দেশ্যে নিয়ে এসেছি গন্ধরাজ ফুল নিয়ে বেশ কিছু স্ট্যাটাস। যেগুলোর মধ্যে আপনারা এই ফুলটির বিভিন্ন বৈশিষ্ট্য জানতে পারবেন এবং এই সৌন্দর্য নিরূপণ করতে পারবেন। নিচে গন্ধরাজ ফুল নিয়ে স্ট্যাটাসগুলো তুলে ধরা হলো:

১. গন্ধরাজ ছিল বাবা-মায়ের পছন্দের ফুল।
করোনার ছোবলে ছেলেটা আজ এতিম।
কবরের কাছে দুটো গন্ধরাজের চারা আনতেই
ডুকরে কেঁদে উঠল ছেলেটা।

২. চৈত্রের ছাপ, নিদাঘের তাপ, দেহ মনে শাপ লাগে,
আকুল গন্ধ গন্ধরাজের সকাল সন্ধ্যে জাগে।

৩. মাতাল হতে চাই স্নিগ্ধ একাকী রাতে
ফুরফুরে হাওয়ায় ভেসে বেড়ানো
তোমার নিজস্ব গন্ধরাজে…

৪. তোমার বাড়ির পুকুর পাড়ে ছিল একটা গন্ধরাজ ফুল গাছ,
কেউ ফুল ছিঁড়লে তুমি প্রচন্ড রেগে যেতে
কিন্তু আমি প্রতিদিন একটা করে নিয়ে যেতাম
অথচ তোমার চোখে ছিল ফুলের মতো হাসি!

৫. গন্ধরাজ গানের মত সুর তুলতো হাওয়ায় হাওয়ায়
সেই ফুলেছিল মাতাল করা ঘ্রাণ।
ঠিক গন্ধরাজ এর মত তোমার চিরল দাঁতের হাসি,
তোমার ভালোলাগা উড়ত উড়ো চিঠির মত।

৬. তোমার বাড়ির গন্ধরাজ গাছটা কি আর আছে?
আছে কি সেই ফুলের অনিন্দ্য শোভা??
কিংবা তোমার মিষ্টি মধুর হাসি?

সেই কবে থেকে আর গন্ধরাজের ঘ্রাণ পাইনা
দেখিনা তোমার চোখে ফুলের মত হাসি!

৭. আজ দখিনা বাতাসে গন্ধরাজের সবুজ পাতা দোলেনা
আমার সময় গুলো এখনও সেখানেই থমকে আছে।

তুমিও চলে গেছো সেই গন্ধরাজ ফুলের মতো
নিরবে নিভৃতে দুচোখের অভিমানী অশ্রু বিসর্জন করে।

৮. বাড়ির আঙিনায় ফুটেছে নীলমণি লতা ও গন্ধরাজ ফুল
সৌরভ সুষমান্বিত মহিমায় মহিমান্বিত সমুজ্জ্বল বিলকুল।

 

 

৯. গন্ধরাজ
ফুল শুঁকে ফুল দেখে হবিনে ব্যাকুল
ফুল ভালোবেসে আমি করেছি যে ভুল
প্রভাতে ফোটে ফুল, সাঁঝে যায় ঝরে
মাঝখানে মিছেমিছি আমি যাই মরে!

১০. তুমি আসবে বলে বাসন্তী ফুল এনেছিনু মোর নীড়ে,
গোলাপ, বকুল, হাসনাহেনা, গন্ধরাজ ফুল ও বাদ পড়েনি,
তোমাকে বরণ করবো বলে।

গন্ধরাজ ফুল নিয়ে ক্যাপশন

সম্মানিত ভিউয়ার্স এখন আপনাদের উদ্দেশ্যে আমরা গন্ধরাজ ফুল নিয়ে বেশ কিছু ক্যাপশন তুলে ধরব। আপনি সুন্দর সুন্দর এই ক্যাপশন গুলো আপনার প্রিয় মানুষ অথবা শুভাকাঙ্ক্ষী কিংবা বন্ধুদের কাছে বিভিন্ন ধরনের শুভেচ্ছা জানাতে পাঠাতে পারবেন। এছাড়াও আমাদের এই গন্ধরাজ ফুল নিয়ে ক্যাপশন গুলো ফেসবুক হোয়াটসঅ্যাপ কিংবা ইনস্টাগ্রামে আপনার বিভিন্ন ধরনের স্ট্যাটাসের ক্ষেত্রে ক্যাপশন হিসেবে ব্যবহার করে শেয়ার করতে পারবেন। নিচে গন্ধরাজ ফুল নিয়ে ক্যাপশন গুলো তুলে ধরা হলো:

১১. লাল,গোলাপি, হলুদ, সাদা কতশত রঙের ফুলের সমাহার এই পৃথিবীতে। সৌন্দর্য্যে কার চেয়ে কে সেরা তা নিয়ে প্রতিযোগিতা। কিন্তু সৌরভ ও মন মাতানো আকুল করা গন্ধে সবচেয়ে এগিয়ে সাদা ফুল।
তেমনই একটি অনিন্দ্যসুন্দর, ঘ্রাণে মাতোয়ারা করা ফুল হলো গন্ধরাজ।

১২. বারান্দায় ফুটেছিল একটি ধবধবে সাদা গন্ধরাজ। পুরো ঘর মাতোয়ারা হয়ে থাকতো তার মনমাতানো সুগন্ধে! যেই আসতো সেই টের পেত তার উপস্থিতি।

১৩। একদিন নিরবে ঝরে পড়লো ফুলটা। কিছুদিন সবার মনে পড়লো তার সেই মন মাতানো ঘ্রাণ। কিন্তু একদিন, সবাই ভুলে গেলো সেই গন্ধরাজের কথা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button