গরম নিয়ে ক্যাপশন ২০২৪| গরম নিয়ে জোকস| গরম নিয়ে ফানি কবিতা

গরম নিয়ে ক্যাপশন ২০২৪, গরম নিয়ে জোকস, গরম নিয়ে ফানি কবিতা: গরম কে কেন্দ্র করে, গরম কিছু তথ্য আপনাদের মাঝে প্রদান করার উদ্দেশ্য নিয়ে যুক্ত হয়েছি আপনাদের মাঝে। গরম সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ উপস্থিত বক্তৃতায় সুন্দর কিছু ক্যাপশন ব্যবহার করতে চাইলে আমাদের এই আলোচনাটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। আবহাওয়ার পরিবর্তন হওয়ার সাথে সাথেই অনেকেই গরম কে কেন্দ্র করে ক্যাপশন গুলো অনুসন্ধান করছে। প্রকৃতির নিয়মে শীতকালের পরবর্তী সময়ে গরম কাল উপস্থিত হয়ে থাকে অনেকেই গরমকাল পছন্দ করেন আবার অনেকেই শীতকাল।

তবে গরমকে কেন্দ্র করে ক্যাপশন গুলোর ব্যবহার করছেন অনেকেই গরম কে স্বাগতম জানাতে কিংবা বিদায় জানাতে এছাড়া প্রচন্ড গরমের বিষয়টি উপস্থাপন করার উদ্দেশ্যে গরমকেন্দ্রিক ক্যাপশন গুলো খুঁজছেন অনেকেই। আমরা আমাদের আর্টিকেলটির মাধ্যমে গরম কে কেন্দ্র করে এমন ক্যাপশন গুলো প্রদান করে সহযোগিতা করব আপনাদের। আপনারা যারা প্রচন্ড গরম অনুভব করছেন এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসের মাধ্যমে জানাতে চান তাদের জন্য থাকছে সেরা ক্যাপশন। এছাড়াও গরম কে কেন্দ্র করে ফানি বেশ কিছু তথ্য প্রদান করা হবে।

গরম নিয়ে ক্যাপশন

গরম কে কেন্দ্র করে ভালো মানের ক্যাপশন গুলো প্রদান করা হবে এই আর্টিকেলটিতে। গরম অনুভুতি মানুষকে কষ্ট দিয়ে থাকে তাই তো গরম কে কেন্দ্র করে অনেক কথাই হয়ে থাকে। গরম থেকে বাঁচতে বৈদ্যুতিক পাতার ব্যবহার শুরু হয়েছে এছাড়া বর্তমানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে মানুষ রুমের তাপমাত্রা নিয়ন্ত্রণ করছে। তবে আপনি যাই করুন না কেন গরমের সময় গরম অনুভুতি নিতে হবে এটি স্বাভাবিক। গরম নিয়ে সুন্দর কিছু ক্যাপশন নিচে তুলে ধরছি।

এই গরমে বিছানার দিকে তাকিয়ে
মনে হচ্ছে নিজের চিতায় উঠতে যাচ্ছি ।

ট্যাঙ্কির জল দিয়ে মুখ ধুতে গেছিলাম ,
মনে হল নিজের মুখাগ্নি নিজেই করে এলাম।

গার্ল ফ্রেন্ড ফোন করে বললো বাড়িতে কেউ নেই ,
কিন্তু এই গরমে রোদের ভয়ে বাড়ি থেকে বেরোতে পারিনি।
এখন আমার আর কোনো গার্ল ফ্রেন্ড নেই।

ভিলেন যেমন হাজারো গুলি করলে
নায়কের গায়ে লাগেনা
ঠিক তেমনি হাজারটা ফ্যান চালালেও
এই গরমে
হওয়া আমার গায়ে লাগেনা।

বেশি গরম লাগলে অজ্ঞান হয়ে থাকার ভান ধরে পরে থাকুন
দেখবেন আশেপাশের সবাই বাতাস করছে।

গরম নিয়ে জোকস

গরম কি কেন্দ্র করে বিনোদন প্রদানের উদ্দেশ্যে যারা জোকস খুঁজছেন, তাদের জন্য নতুন কিছু জোকস নিয়ে এসেছি আমরা। অনেকের উদ্দেশ্য থাকে মানুষকে বিনোদন দেওয়ার তারা এমন জোকসগুলো সরাসরি উপস্থাপন করতে পারেন এছাড়াও এসএমএস ও স্ট্যাটাস হিসেবে এগুলো ব্যবহার করতে পারেন। গ্রীষ্মকাল উপস্থিত হওয়ার সাথে সাথেই গরম কেন্দ্রিক এমন জোকস অনুসন্ধান হচ্ছে চেষ্টা করছি নিজেরা কিছু নতুন নতুন জোকস তৈরিতে । এছাড়াও অনলাইন থেকে কিছু জোক নির্বাচন করেছি যেগুলো গরমের উপর ভিত্তি করে সে আজ জোকস হিসেবে মনে হয়েছে আমাদের কাছে নিচে গরম নিয়ে জোকস তুলে ধরা হলো।

তেমন কিছু না
এই দুপুর বেলা গরমে
হাগতে গিয়েছিলাম।
বাকিটা ইতিহাস।

কষ্টের নেই শেষ
হায়রে ডিজিটাল দেশ,
ভালো নেই মনটা
I miss you ঠান্ডা।

গরমে বউ এর সাথে ভয়ে ঝামেলা করছি না
এই গরমে যদি বাইরে বার করে দেয়।

তপ্ত গ্রীষ্মে কবিতাগুলোর
হারিয়েছে যে সুর,
উষ্ণ বাতাস জানিয়ে গেলো
বর্ষা অনেক দুর।

হায়রে গরম
শরীরটা করলি নরম
কারেন্টের যা ধরন
বলতে লাগে শরম

শুষ্ক বালি, ডালপালা
চাতক মাখছে রোদ ,
তপ্ত বাতাস, আগুন
একটানা বিরক্তিবোধ।

তপ্ত গ্রীষ্মে কবিতাগুলোর,
হারিয়ে গেছে সুর।
উষ্ণ বাতাস এসে জানিয়ে গেল,
বর্ষা অনেক দূর।

গরমকাল is not গরমকাল without:
আম ও গরমের ছুটি।

গরম নিয়ে ফানি কবিতা

আমাদের আশেপাশে অনেক কবি রয়েছেন। যারা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের উপর অদ্ভুত কিছু কবিতা লিখে থাকে। এমন কবিদের মধ্যে অনেক কবি বর্তমান সময়ে গরম কে কেন্দ্র করে কবিতা লিখেছেন যেগুলো সত্যিই অনেক মজার। এমন কবিতা গুলো থেকে আমরা কিছু কবিতার লাইন সংগ্রহ করে আপনাদের মাঝে তুলে ধরব যেগুলো হতে পারে গরম কে কেন্দ্র করে ফানি কবিতা।

১. শুকনো ঠোঁট, অসার আঙ্গুল
তৃষ্ণা আমার বুক জুড়ে,
বিষ ঢেলেছে কেউ রোদের আলোয়
রক্ত মাংস যায় পুড়ে।

২. শুষ্ক বালি
ডালপালা ক্লান্ত
চাতক মাখছে রোদ…
তপ্ত বাতাস
আগুন হাওয়া
একটানা বিরক্তিবোধ…

৩. উষ্ণতা বাসা বেঁধেছে, সারাটা শরীর জুড়ে
প্রতিনিয়ত গলছি আমি, যাচ্ছি পুড়ে
গ্রীষ্ম আমায় আকড়ে ধরে।

৪. মাথার উপর বেহিসেবি অরুণ আলো
জামার কলার, গোঁফের আড়াল, ঘামছে দাড়ি;
ক্লান্ত চোখে অন্ধকার, দেখছি কালো
বুক পকেটের পয়সাগুলো ভিজে যাচ্ছে ভারী।

৫. ভিজছি আমি রোদ দুপুরে
ঘামের গন্ধে টাল মাতাল,
শুকনো ঠোঁট, খুঁজছে জল
জল আগলে ওই পাতাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button