চাঁপা ফুল নিয়ে স্ট্যাটাস| চাঁপা ফুল নিয়ে ক্যাপশন

চাঁপা ফুল নিয়ে স্ট্যাটাস ও ক্যাপশন: চাঁপা একটি সুন্দর সুবাস জাতীয় ফুল। এই ফুলটির মিষ্টি ঘ্রাণ মোহনীয় সুভাষের কারণে মূলত সকলের কাছে এই ফুলটির ব্যাপক চাহিদা রয়েছে। শুধুমাত্র বাংলাদেশের মানুষের কাছে চাঁপা ফুলের চাহিদা রয়েছে তা নয় বড় সারা বিশ্ব জুড়ে এই চাঁপা ফুলটির কদর রয়েছে। বর্ণবৈচিত্রের দিক থেকে এই ফুলটি বিভিন্ন বর্ণের হয়ে থাকে সকল ফুলকে চাপা হিসেবে অবহিত করা হলেও প্রতিটি চাপা ফুলের আলাদা আলাদা বর্ণের আলাদা আলাদা নাম রয়েছে। চাঁপা ফুলের মিষ্টি গন্ধে সকলের যেন মন ভরে যায়। তাইতো অনেকেই চাঁপা ফুল নিয়ে স্ট্যাটাস ক্যাপশন গুলো অনুসন্ধান করে থাকেন তাদের উদ্দেশ্যে আজকের প্রতিবেদনটিতে চাঁপা ফুল নিয়ে বেশ কিছু স্ট্যাটাস ও ক্যাপশন তুলে ধরা হয়েছে। আপনার পছন্দের সকল ধরনের স্ট্যাটাস ও ক্যাপশন আমাদের এই পোস্ট থেকে সংগ্রহ করতে পারবেন।

পৃথিবীর একটি সৌন্দর্যময় উপাদানের নাম হচ্ছে ফুল যার সুন্দর সুবাস আকর্ষণীয় সৌন্দর্য ঝাঁঝালো গন্ধ কিংবা মিষ্টি গন্ধ সকলকে মুগ্ধ করে তোলে। সৌন্দর্য কিংবা ভালোবাসার প্রতীক হিসেবে ফুলের ব্যবহার রয়েছে তা নয় বড় বিশ্বজুড়ে প্রতিটি ক্ষেত্রে এখন ফুল ব্যবহার করা হয়। মেয়েদের সৌন্দর্যবোধক প্রসাধনী তৈরি করতে কিংবা বিভিন্ন রোগের কার্যকরী ওষুধ তৈরি এখন বিভিন্ন ধরনের ফুল ব্যবহার করা হয়। মোটকথা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে ফুল ব্যবহৃত হয়ে থাকে। তাইতো পৃথিবীর প্রতিটি মানুষ ফুল ভালোবেসে থাকে। পৃথিবীতে হরেক রকমের ফুলের সমাহার দেখা যায় কোনটি সাদা কোয়ালিটি কালো আবার কোনটি অনেক বড় আবার কোনটি ছোট ছোট। প্রকৃতির প্রতিটি উপাদানের মধ্যে এই সৌন্দর্যময় উপাদানটির অবদান সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই সৌন্দর্যময় উপাদানটি মূলত মানুষের সুখের জন্যই নিজের জীবনকে উৎসর্গ করে থাকে। তাইতো পৃথিবীতে একটি সুন্দরতম উপমা হিসেবে এই ফুলকে ব্যবহার করা হয়।

চাঁপা ফুল নিয়ে স্ট্যাটাস

বাংলাদেশের চাঁপা নামে অনেক ধরনের ফুল রয়েছে। প্রতিটি ফুলের জনপ্রিয়তা মূলত সুন্দর সুগন্ধির জন্য। চাঁপা ফুলের সুন্দর সুগন্ধি প্রতিটি মানুষকে মুগ্ধ করে তোলে। তাইতো অনেকেই চাঁপা ফুল পছন্দ করে অনলাইনে চাঁপা ফুল নিয়ে সুন্দর সুন্দর স্ট্যাটাস গুলো অনুসন্ধান করেন। তাদের উদ্দেশ্যে আজকে চাঁপা ফুল নিয়ে বেশ কিছু স্ট্যাটাস তুলে ধরা হয়েছে। আপনি আমাদের এই পোস্ট থেকে আপনার পছন্দনীয় সকল স্ট্যাটাস পেয়ে যাবেন যা আপনি আপনার পছন্দের মানুষদের কাছে পাঠাতে পারবেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার বিভিন্ন ধরনের অনুভূতি বোঝাতে শেয়ার করতে পারবেন। নিজের চাঁপা ফুল নিয়ে স্ট্যাটাস গুলো তুলে ধরা হলো:

১. বুনো ঝোপের এর মাঝে ফুটে ছিল
একটি সাদা ফুল, বৃহৎ আর নাম না জানা।
সব নক্ষত্রের মাঝে ধ্রুবতারা যেমন উজ্জ্বল
ঠিক তেমনই ছিল সাদা ফুলটি।

২. ঝোপের মাঝে ফুটে ছিল একটি সাদা ফুল,
কোন সে অভাগা পরিষ্কার করতে গিয়ে
সাদা ফুল সহ লতাটা আজ ধুলায় লুটানো..

৩. তুমি কি চিরকাল ঠিক এমনই রবে?
যেমন আমার সামনে দাঁড়িয়ে আছো
একগুচ্ছ সাদা ফুল নিয়ে।
ফুলের ঘ্রাণ ভেসে আসছে,
আমি অপলক তাকিয়ে আছি তোমার দিকে

৪. তোমার হাতে একগুচ্ছ স্নিগ্ধ সাদা ফুল
মৌ মৌ গন্ধে আমি হয়েছি আকুল!
শুধু বলে দাও ফুল গুলো আমার জন্য!
আমি হয়ে যাবো চির ধন্য!

৫. টবের কিনারে ফুটেছে উপেক্ষার সাদা ফুল
তুমি যাদের এড়িয়ে যাও অবহেলায়
কিন্তু আহাম্মক প্রজাপতি ঠিকই উড়ে আসে
উড়ে আসে বারবার ফুলের কাছে।

চাঁপা ফুল নিয়ে ক্যাপশন

অনেকেই রয়েছে যারা চাঁপা ফুল নিয়ে সুন্দর সুন্দর ক্যাপশন গুলো বিভিন্ন ওয়েবসাইটে অনুসন্ধান করেন তাদের উদ্দেশ্যে আজকের পোস্টটিতে আমরা চাঁপা ফুল নিয়ে বেশ কিছু ক্যাপশন নিয়ে এসেছি। আমাদের এই পোস্ট থেকে আপনি চাঁপা ফুল নিয়ে সকল ধরনের ক্যাপশন পেয়ে যাবেন এবং আপনার পছন্দনীয় ক্যাপশনটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের স্ট্যাটাসের ক্ষেত্রে এমনকি আপনার বিভিন্ন রকমের মুহূর্ত শেয়ার করতে ব্যবহার করতে পারবেন। নিচে চাঁপা ফুল নিয়ে ক্যাপশন গুলো তুলে ধরা হলো:

৬. তোমার মায়াবী কাননে গোলাপ ফুটেছে শত
তোমার কোমল হাতের স্নিগ্ধ পরশে
গড়েছ যতনে!
ফুটেছে লাল, সাদা ফুল, তোমার সাধনার বাগানে
দেখে নয়ন জুড়ায় পথচারীর!

৭. কল্প তরু, গল্প শুরু, সবুজ গাঁয়ের পথটি বাঁকা।
কোন সে দূরে, সবটি ছেড়ে, গেছে চলে যায় না দেখা।
বৃক্ষ সারি, দেখতে ভারী, দুই পাশে গভীর ছায়া
সাদা ফুল, শান্ত জল, সোনালী দেশের শ্যামল মায়া।

৮. সাদা ফুলের রাজত্ব এই বাংলাদেশে। শাপলা, রজনীগন্ধা,
গন্ধরাজ, শিউলি, জুঁই, বেলি, চামেলী, কামিনী, হাসনাহেনা,
দোলনচাঁপা, কেয়া, কাশফুল, নয়ন তারা, চন্দ্রমল্লিকা আরো কত কি!!!
কাকে রেখে কার রূপের গুণগান গাইবো!!!

৯. তোমার বাগান ভরে আছে অজস্র সাদা ফুলে
জুঁই, চামেলী, হাসনাহেনা, দোলনচাঁপা, চন্দ্রমল্লিকা,
বাদ পড়েনি কেউ!
এই শুভ্র সাদা বাগান তোমার নিষ্পাপ মনের ছবি,
সেই মনে একটু জায়গা করে দেবে আমাকে?!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button