চার্জার মোটরসাইকেলের দাম ২০২৪ (electric bike price in Bangladesh) আকিজ ইলেকট্রনিক বাইক দাম

চার্জার মোটরসাইকেল বলতে যে সমস্ত মোটরসাইকেল পরিচালনা করার জন্য বৈদ্যুতিক সংযোগের প্রয়োজন পড়ে সে মোটরসাইকেল গুলো হচ্ছে চার্জার মোটরসাইকেল। চার্জার মোটরসাইকেল গুলো এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করার ক্ষেত্রে পূর্বেই চার্জ ফুল করে নিতে হয়। এই মোটরসাইকেল গুলো চার্জ এর উপর ভিত্তি করে পরিচালককে সেবা দিয়ে থাকে। বাজারে এই মোটরসাইকেলগুলো সীমিত মূল্যে বিক্রি হয়ে থাকে তাই তো অনেকেই তাদের প্রয়োজন পূরণ করার জন্য চার্জার মোটরসাইকেলগুলো ক্রয় করেন। তাই আমরা আজকে আপনাদের সকলের উদ্দেশ্যে যার যার মোটরসাইকেলের দাম কত অর্থাৎ চার্জার সকল মোটরসাইকেল এর মূল্য তালিকাটি উপস্থাপন করব। আপনারা যারা বিভিন্ন ধরনের চার্জার মোটরসাইকেলের দাম সম্পর্কে জানতে চাচ্ছেন তারা আমাদের ওয়েবসাইট থেকে এই প্রতিবেদনটি সংগ্রহ করতে পারবেন।

পৃথিবীর প্রতিটি মানুষ তাদের জীবনের কোনো না কোনো ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার করে থাকেন। তারা প্রযুক্তির কাজে লাগিয়ে নিজেদের বাস্তব জীবনকে করার চেষ্টা করেন সেই সাথে সময় ও পরিশ্রম দুটোই কমিয়ে আনার চেষ্টা করে থাকে। প্রযুক্তি পৃথিবীর মানুষের সময় ও পরিশ্রমকে কমানোর জন্য বিভিন্ন ধরনের যানবাহন যন্ত্রপাতি বৈদ্যুতিক মেশিন ইত্যাদি আবিষ্কার করেছে যেগুলো পৃথিবীর প্রতিটি মানুষের বাস্তব জীবনকে সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মানুষ যখন প্রযুক্তির ব্যবহার করে মাধ্যমে কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নত লাভ করছে এছাড়াও যোগাযোগ করার জন্য তারা মোবাইল ফোন ব্যবহার করে থাকেন। প্রযুক্তি মানুষের যাতায়াত মাধ্যমকে সবথেকে সহজ করে দিয়েছে।

electric bike
electric bike

কেননা প্রযুক্তি চালিত বিভিন্ন ধরনের যানবাহনের মাধ্যমে প্রতিটি মানুষ তাদের প্রয়োজনীয় গন্তব্যস্থলে নিরাপত্তার সাথে সহজে পৌঁছাতে পারছে। এমনকি তারা এখন পৃথিবীর যেকোন প্রান্তে মুহূর্তের মধ্যেই যাতায়াত করতে সক্ষম হচ্ছে। তাই তাদের ব্যক্তিগত জীবনের প্রয়োজন থেকে শুরু করে সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় বিভিন্ন ধরনের প্রয়োজন পূরণ করার জন্য তারা এই প্রযুক্তির বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ও যানবাহন গুলোর ব্যাপক ব্যবহার করছেন। প্রযুক্তির প্রতিটি যন্ত্রপাতি ও যানবাহন প্রতিটি মানুষের ব্যবহার উপযোগী করার জন্য মানুষের প্রয়োজন ও চাহিদার উপর ভিত্তি করে সীমিত মূল্যে গ্রাহকদের মাঝে পৌঁছে দেওয়া হচ্ছে।

চার্জার মোটরসাইকেলের দাম

বর্তমানে অনেকেই চার্জার মোটরসাইকেলগুলো ক্রয় করে কর্ম ক্ষেত্রে কিংবা তাদের প্রয়োজনীয় গন্তব্য স্থলে যাতায়াত করে থাকেন। এখন চার্জার মোটরসাইকেল গুলোর ব্যবহার ব্যাপকভাবে চালু হয়েছে। এই চার্জার মোটরসাইকেল গুলো প্রতিটি মোটরসাইকেল আরোহী কে তাদের প্রয়োজনীয় গন্তব্য স্থলে নিরাপত্তার সাথে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিটি চার্জার মোটরসাইকেলে যাতায়াত করার পূর্বে এর চার্জ ফুল করে নিতে হয়। কেননা এর মোটরসাইকেল গুলোর চার্জের উপর ভিত্তি করে ব্যবহারকারীকে পরিষেবা দিয়ে থাকে। তাইতো অনেকেই চার্জার মোটরসাইকেল ক্রয় করার জন্য এর সঠিক দাম সম্পর্কে জানতে চান। তাদের জন্যই আমরা চার্জার মোটরসাইকেলের দাম সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা যারা যাদের মোটরসাইকেল ক্রয় করার কথা ভাবছেন তারা দেরি না করে আমাদের এই প্রতিবেদনটি দেখে নিন।

ইলেকট্রিক বাইক বাংলাদেশ ২০২৪

বর্তমান সময়ের ইলেকট্রিক মোটরসাইকেলের চাহিদা অনেক বেশি। মূলত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরবর্তী সময় থেকে মানুষ সাশ্রয়ের কথা চিন্তা করে ইলেকট্রিক মোটরসাইকেল গুলো ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করছেন। ইলেকট্রিক মোটরসাইকেল এর প্রতি মানুষের আগ্রহ দেখে কোম্পানিগুলো আরো নতুন কিছু মডেলের ইলেকট্রিক মোটরসাইকেল বাজারে নিয়ে এসেছেন এর মধ্যে সুন্দর কিছু মডেলের ইলেকট্রিক মোটরসাইকেল প্রকাশ করেছেন আকিজ ইলেকট্রনিক্স। বাংলাদেশে এই কোম্পানির ইলেকট্রিক মোটরসাইকেল বেশ জনপ্রিয় সুন্দর সুন্দর ডিজাইনের সাথে বেশ কিছু মোটরসাইকেল ইতিমধ্যে বাজারে নিয়ে এসেছেন এই কোম্পানি। আমরা আপনাদেরকে ইলেকট্রিক বাইক অর্থাৎ মোটরসাইকেলের মূল্য সম্পর্কিত বিষয় সম্পর্কে জানানোর উদ্দেশ্য নিয়ে উপস্থিত হয়েছি।

বাইক নাম সিসি দাম/মুল্য Bike Name
বীর ম্যাগনাম
ইলেকট্রিক
৳৭৩,৫০০
Bir Magnum
আকিজ দুর্দান্ত
ইলেকট্রিক
৳১১০,০০০
Akij Durdanto
আকিজ পনখিরাজ
ইলেকট্রিক
৳৮০,০০০
Akij Ponkhiraj
আকিজ দুর্জয়
ইলেকট্রিক
৳৮৫,০০০
Akij Durjoy
রানার ইওয়েভ ইকো
ইলেকট্রিক
৳৭১,০০০
Runner eWave Eco
গ্রিনটাইগার জিটি -৫
ইলেকট্রিক
৳৬৭,৫০০
GreenTiger GT-5
গ্রিনটাইগার জিটি -৫ পালস
ইলেকট্রিক
৳৭৭,৫০০
GreenTiger GT-5 Pulse
মোট্রাক এম২ ইলেকট্রিক বাইক
ইলেকট্রিক
৳৮৫,০০০
Motrac M2 Electric Bike
এক্সপ্লইট বাবুই ইলেকট্রিক বাইক
ইলেকট্রিক
৳৬৮,০০০
Exploit Babui Electric Bike
এক্সপ্লইট ময়না ইলেকট্রিক বাইক
ইলেকট্রিক
৳৭০,০০০
Exploit Moyna Electric Bike

আকিজ ইলেকট্রনিক বাইক দাম

যারা আকিজ কোম্পানির ইলেকট্রিক বাইক ক্রয় করতে যাচ্ছে তারা এখান থেকে মূল্য সম্পর্কিত বিষয় সম্পর্কে জেনে নিতে পারেন। ইঞ্জিন চালিত মোটরসাইকেলে যেমন ইঞ্জিন অত্যান্ত গুরুত্বপূর্ণ ঠিক তেমনি ইলেকট্রিক মোটর সাইকেলের ক্ষেত্রে ব্যাটারি বিশেষ গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে অবশ্যই ইলেকট্রিক বাইক ক্রয়ের ক্ষেত্রে ব্যাটারি সম্পর্কিত জ্ঞান অর্জন করবেন ব্যাটারির ক্যাপাসিটি সম্পর্কে জানবেন এর ফলে আপনি ভাল মাইলেজ পেতে পারেন। সমস্ত বিষয়ে বিবেচনার পরবর্তী সময়ে ইলেকট্রিক বাইক আপনার জন্য উপযুক্ত হলে ক্রয় করতে পারেন নিচে বাইকের মূল্য সম্পর্কিত বিষয় সম্পর্কে জানাচ্ছি।

মডেল নাম ব্যাটারি পাওয়ার দাম
আকিজ সাথী (Akij Sathi) ৫০০ ওয়াট ১০৫,০০০ টাকা
আকিজ ঈগল (Akij Eagle) ৩৫০ ওয়াট ৬৫,০০০ টাকা
আকিজ দুর্বার (Akij Durbar) ২৫০০ ওয়াট ১১০,০০০ টাকা
আকিজ দুরন্ত (Akij Duronto) ১২০০ ওয়াট ৬৮,৫০০ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button