টিয়া পাখির দাম কত। সবুজ রঙের কথা বলা টিয়া পাখির দাম

বাংলার প্রকৃতিতে হরেক রকমের পাখি দেখতে পাওয়া যায় তার মধ্যে অন্যতম একটি পাখি হচ্ছে টিয়া পাখি। যা সাধারণত সবুজ রঙের কিংবা কয়েক রঙের মিশ্রণে হয়ে থাকে। টিয়া একটি সুন্দর পাখি যা মানব বসতির সবথেকে উঁচু গাছে বাসা বেধে থাকে। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে টিয়া পাখি দেখতে পাওয়া যায়। এই পাখির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি মানুষের মতো হুবহু নকল করে কথা বলতে পারে। মানুষের মাধ্যমে এই পাখিকে মানুষের বুলি শেখানো সম্ভব তাই তো অনেকেই শখ করে টিয়া পাখি পুষে থাকেন। বাজারে কিংবা পাখির খামার গুলোতে প্রতিনিয়ত এই পাখি বিক্রি করা হয়। এজন্য অনেকেই টিয়া পাখি সঠিক মূল্য ক্রয় করার জন্য অনলাইনে টিয়া পাখির দাম এবং কথা বলা টিয়া পাখির দাম সম্পর্কে কতগুলো খুজে থাকেন। তাদের জন্য আমরা আজকে টিয়া পাখির দাম এবং সবুজ রঙের কথা বলা টিয়া পাখির দাম সম্পর্কিত সকল ধরনের তথ্য নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাদের সকলের উপকারে আসবে।

বাংলার প্রকৃতিতে হরেক রকমের পাখি দেখতে পাওয়া যায় যেগুলো প্রকৃতির সৌন্দর্য রক্ষা করার ক্ষেত্রে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মানুষ ও প্রাণী উপায়ে মিলে বাংলার প্রকৃতি প্রাচীনকাল থেকে অপরূপ সৌন্দর্যে লালিত ও পালিত হয়ে এসেছে। প্রাচীনকালে এই পাখিগুলো সাধারণত মুক্ত আকাশে উড়ে বেড়াতো এবং নিজের মতো করে তারা প্রকৃতিকে মাতিয়ে রাখত। কিন্তু বর্তমান সময়ে পাখি প্রেমিক অনেকেই মুক্ত আকাশের এই পাখিগুলো নিজের কাছে রেখে থাকেন তারা পাখিকে পোষ মানিয়ে শখ করে পাখি বসে থাকে। প্রকৃতিতে এরকম বিভিন্ন ধরনের পাখি রয়েছে যেগুলো উপভোগ মানুষের ভাষা নকল করে কথা বলতে পারে। এই পাখিগুলোর মধ্যে সাধারণত ময়না টিয়া শালিক ইত্যাদি। তবে সকল পাখির তুলনায় টিয়া পাখি কথা বলতে সবথেকে বেশি পারদর্শী তাইতো এই পাখি বাসা বাড়িতে অনেকেই পালন করে থাকেন। টিয়া পাখি একটি সুন্দর পাখি এই পাখি সাধারণত সবুজ রঙের হয়ে থাকে আবার বিভিন্ন রঙের মিশ্রণে ও হয়ে থাকে। এ পাখি সাধারণত মানব বসতি সবথেকে উঁচু গাছে বাসা করে থাকে। বিশেষ বৈশিষ্ট্যের কারণে এই পাখি সহজেই মানুষের গলা নকল করে উপভোগ মানুষের মতো কথা বলতে পারে।

টিয়া পাখির দাম কত

প্রকৃতির সকল পাখি মিলে মূলত এই প্রকৃতির পরিবেশ টিকে আছে। প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে সকল পাখির মধ্যে অন্যতম একটি পাখি হচ্ছে টিয়া পাখি। এটি অপরুপ সৌন্দর্যের একটি পাখি যা মুক্ত আকাশে থেকে শুরু করে মানুষের বাসা বাড়িতে সহজেই বসবাস করতে সক্ষম হয়। এই পাখির অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এর সুন্দর বচনভঙ্গি তাইতো অনেকেই শখ করে টিয়া পাখি বসে থাকেন। এজন্যই আমরা আজকে সকলের জন্য আমাদের এই প্রতিবেদনটিতে টিয়া প্রেমীদের জন্য নিয়ে এসেছি টিয়া পাখির দাম কত এই প্রতিবেদনটি যেখানে আমরা টিয়া পাখির দাম সম্পর্কিত তথ্যগুলো তুলে ধরেছি। আপনারা আমাদের এই প্রতিবেদন থেকে টিয়া পাখির দাম সম্পর্কে জেনে নিতে পারবেন আমরা আপনাদের জন্য সকল ধরনের টিয়া পাখির মূল্য তুলে ধরেছি। নিচে টিয়া পাখির দাম কত তুলে ধরা হলো:

বর্তমানে বাচ্চা টিয়ার জোড়া ৫০০ থেকে ৬৫০ টাকা এবং বড় টিয়ার জোড়া ৭০০ থেকে ১২০০ এর মধ্যেই পেতে পারেন। তবে স্থান ভেদে এবং পাখির জাত হিসেবে দাম কিছুটা কম-বেশি হতে পারে…!

চন্দনা টিয়া পাখির দাম

চন্দনা টিয়া
চন্দনা টিয়া

একটি চন্দনা টিয়া পাখির দাম 5 হাজার থেকে 10 হাজার টাকা পর্যন্ত।

বাসন্তী লটকন টিয়া পাখির দাম

বাসন্তী লটকন টিয়া
বাসন্তী লটকন টিয়া

একটি বাসন্তী লটকন টিয়া পাখির দাম 1 হাজার থেকে 2 হাজার টাকা পর্যন্ত।

হলুদ টিয়া পাখির দাম

হলুদ টিয়া
হলুদ টিয়া

একটি হলুদ টিয়া পাখির দাম 25 হাজার থেকে 30 হাজার টাকা পর্যন্ত।

কালোমাথা টিয়া পাখির দাম

কালোমাথা টিয়া
কালোমাথা টিয়া

একটি কালোমাথা টিয়া পাখির দাম 15 হাজার থেকে 20 হাজার টাকা পর্যন্ত।

সবুজ রঙের কথা বলা টিয়া পাখির দাম

পাখি খামারে কিংবা পাখির বাজারে অনেক ধরনের টিয়া পাখি পাওয়া যায় যেগুলো সবুজ রঙের এবং মানুষের গলায় কথা বলতে পারে।তুলনামূলক ভাবে সকলের কাছে এই পাখিগুলো অনেক পছন্দের হয়ে থাকে। কিন্তু সবুজ রঙের কথা বলা এই টিয়া পাখি অন্যান্য টিয়া পাখিগুলোর থেকে বেশি দামে বিক্রি হয়। তাইতো অনেকেই সবুজ রঙের কথা বলা টিয়া পাখির দাম সম্পর্কে জানতে চান এজন্যই আমরা আজকে সবুজ কথা বলা টিয়া পাখির দাম তুলে ধরেছি। আপনারা যারা কথা বলা টিয়া পাখির দাম সংগ্রহ করতে আগ্রহী তারা আমাদের এই প্রতিবেদনটি দেখে নিন।

2 Comments

  1. ভাই আমার দুইটা টিয়া পার্টির বাচ্চা লাগবো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button