ট্রাক্টর এর দাম কতো| মাহিন্দ্রা ট্রাক্টর দাম কত বাংলাদেশ| সোনালিকা ট্রাক্টর দাম কত

তথ্য প্রযুক্তির একটি প্রকৌশলী বাহন হচ্ছে ট্রাক্টর। যা বিশেষভাবে ধীর গতিতে একটি ট্রাকটিভ সরবরাহ করার জন্য তৈরি করা হয়েছে। সাধারণত ট্রাক্টর ট্রেলার বা কৃষি কাজ করার ক্ষেত্রে ব্যবহার করা হয় এছাড়া বিভিন্ন ধরনের খনি উৎপাদনেও ট্রাক্টর ব্যবহার করা হয়। তবে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে কৃষি ক্ষেত্রে এই ট্রাক্টর প্রযুক্তির বাহনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কেননা কৃষি জমিতে ফসল উৎপাদনের উপযোগী করার জন্য উন্নত কৃষকগণ অতীতের মহিষ লাঙ্গলের পরিবর্তে বর্তমান আধুনিক এই বাহনটি ব্যবহার করে থাকে। ফসল ফলানোর জন্য জমি কে খুব সহজে উর্বর করে দেয়। এছাড়া প্রযুক্তির এই বাহু টি ব্যবহার করার মাধ্যমে অনেকেই জীবন জীবিকা নির্বাহ করার জন্য নতুন একটি উপায় খুঁজে পেয়ে থাকে। তাইতো অনেকেই কর্মসংস্থানের জন্য ট্রাক্টর ক্রয় করে থাকেন। তাদের উদ্দেশ্যে আজকে আমরা ট্রাক্টরের দাম কত নতুন তথ্য গুলো উপস্থাপন করব যেখানে আপনারা বিভিন্ন কোম্পানির ট্রাক্টর এর সঠিক মূল্য সম্পর্কে জেনে নিতে পারবেন।
বর্তমান পৃথিবীতে প্রযুক্তি চালিত যে সমস্ত যন্ত্রপাতি ও যানবাহন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক অবদান রাখছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ট্রাক্টর। যেটি সাধারণত কৃষি ফসল উৎপাদন করার জন্য এবং খনি উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তথ্য যোগাযোগ প্রযুক্তির একটি বিশেষ প্রকৌশলী ও বাহনের নাম হচ্ছে ট্রাক্টর যা বিশেষভাবে ধীরগতিতে ট্রাকটিভ সংগ্রহ করার জন্য ডিজাইন করা হয়েছে। এই ট্রাক্টরটি ব্যবহার করার মাধ্যমে শুধুমাত্র কৃষি ক্ষেত্রে নয় বরং বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব হচ্ছে। ট্র্যাক্টরির পিছনে বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে যেমন কৃষি জমিকে উর্বর করা হচ্ছে তেমনি মালামাল বহন করার জন্য এর পেছনে বিভিন্ন ধরনের যন্ত্র ব্যবহার করা হয়।
বর্তমান সময়ে আধুনিক কৃষকগণ জমিতে ফসল উৎপাদন করার জন্য অন্যান্য যন্ত্র যেমন পাওয়ার টিলার কিংবা গরু মহিষ দিয়ে জমি চাষ করার পরিবর্তে এখন ট্রাক্টর ব্যবহার করে থাকেন। যা প্রতিটি জমিতে ফসল উৎপাদনের জন্য উর্বর করতে এবং ফসলের ব্যাপক ফলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাইতো বর্তমান সময়ে ফসল উৎপাদনের জন্য দেশের প্রতিটি অঞ্চলে এই প্রকৌশলী বাহনের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে।
ট্রাক্টর এর দাম কত
অনেকেই অনলাইনে ট্রাক্টর এর দাম সম্পর্কে তথ্যগুলো অনুসন্ধান করছেন। তাদের উদ্দেশ্যে আজ আমরা নতুন একটি প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি। আজকের এই প্রতিবেদনটির মাধ্যমে আমরা প্রতিটি মানুষকে ট্রাক্টর এর দাম সম্পর্কে বিস্তারিতভাবে তথ্যগুলো দিয়ে সহায়তা করব। কেননা বর্তমান সময়ে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এখন দৈনন্দিন জীবনের প্রতিটি কর্মক্ষেত্রে প্রযুক্তির বিভিন্ন ধরনের যানবাহন ব্যবহার করা হচ্ছে। তাইতো এখন কৃষি জমিকে ফসলের জন্য উৎপাত করার জন্য প্রতিটি আধুনিক কৃষক জমি চাষ করার জন্য ট্রাক্টর বাহনটি ব্যবহার করে থাকেন। এতে করে ফসল উৎপাদনে জমিকে উর্বর করা হয় এছাড়া খনি উৎপাদনে এই বাহনটির ব্যবহার করা হয়। অনেকেই আবার জীবন জীবিকা নির্বাহের জন্য এই বাহনটি ক্রয় করেন। তাই আমরা আজকে ট্রাক্টরের দাম সম্পর্কে সকল তথ্য উপস্থাপন করেছি আপনারা যারা ট্রাক্টরের দাম জানতে চাচ্ছেন তারা এই তথ্যগুলো দেখে নিন।
মাহিন্দ্রা ট্রাক্টর দাম কত বাংলাদেশ
জমি চাষের জন্য মাহিন্দ্র ট্রাক্টর এর জনপ্রিয়তা অনেক বেশি। মাহিন্দ্র ট্রাক্টর এর মূল্য সম্পর্কিত বিষয় সম্পর্কে জানার জন্য বাংলাদেশ থেকে অনেকেই অনুসন্ধান করেন। মাহিন্দ্রা ট্রাক্টর বেশ জনপ্রিয় এর অন্যতম প্রধান কারণ গুলোর মধ্যে রয়েছে এটি দীর্ঘদিন ব্যবহার উপযোগী এবং অন্যান্য ট্রাক্টরের থেকে অনেক ভালো সার্ভিস প্রদান করে থাকে। তাইতো অনেকেই এই ট্রাক্টর ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমরা মাহিন্দ্রা ট্রাক্টর এর বর্তমান মূল্য সম্পর্কিত বিষয় সম্পর্কে আপনাদের জানাচ্ছি।
ট্র্যাক্টর মোড | দাম |
Mahindra YUVO 575 ট্রাক্টরের দাম BDT | 9,15,000 টাকা থেকে 10,40,000 টাকা |
Mahindra 575 Di ট্রাক্টরের দাম BDT | 6,66,000 টাকা থেকে 700000 টাকা |
Mahindra 275 DI ট্রাক্টরের দাম BDT | 5,60,000 টাকা থেকে 5,90,000 টাকা |
Mahindra 595 Di ট্রাক্টরের দাম BDT | 6,95,000 টাকা থেকে 7,50,000 টাকা |
Mahindra 585 DI ট্রাক্টরের দাম BDT | 6,80,000 টাকা থেকে 7,90,000 টাকা |
মাহিন্দ্রা 605 নভো ট্রাক্টরের দাম BDT | 9,30,000 টাকা থেকে 9,40,000 টাকা |
Mahindra 555 DI ট্রাক্টরের দাম BDT | 7,65,000 টাকা থেকে 7,80,000 টাকা |
Mahindra 7005 DI ট্রাক্টরের দাম BDT | N/A |
সোনালিকা ট্রাক্টর দাম কত
সোনালিকা ট্রাক্টর এর বিষয় সম্পর্কে জানার ইচ্ছে প্রকাশ করে যারা আমাদের আলোচনা যুক্ত হয়েছেন তারা এখান থেকে ট্রাক্টরের মূল্য সম্পর্কিত বিষয় সম্পর্কে জানতে পারবেন। যেহেতু এগুলো মূল্যবান পরিবহন তাই মূল্য সম্পর্কিত বিষয় সম্পর্কে জানার প্রয়োজনীয়তা অনেক বেশি। আমাদের বর্তমান মূল্য সম্পর্কে জানতে হবে সোনালিকা ট্রাক্টর এর চাহিদা বেশ বৃদ্ধি পেয়েছে অনেকেই এই ট্রাক্টর ক্রয়ের কথা চিন্তা করছেন। এমন ব্যক্তিগত এখান থেকে সোনালিকা ট্রাক্টর এর বর্তমান মূল্য সম্পর্কে জানতে পারবেন।
র্তমানে আপনি সর্বনিম্ন ৬ লক্ষ টাকা দিয়েও একটি মাহিন্দ্রা কোম্পনির ট্রাক্টর ক্রয় করতে পারবেন।
মডেল | দাম |
---|---|
Sonalika DI 730 II | ৮ লক্ষ ৪৯ হাজার |
Sonalika RX 35 | ৯ লক্ষ ৭৫ হাজার |
Sonalika DI 745 RX | ১০ লক্ষ ২৫ হাজার |
Sonalika DI 35 | ১০ লক্ষ ৬০ হাজার |
Sonalika DI 745 | ১০ লক্ষ ৬০ হাজার |
Sonalika DI 45 RX | ১০ লক্ষ ৭৫ হাজার |
Sonalika DI 750 II | ১১ লক্ষ ৩০ হাজার |
Sonalika DI 50 RX | ১১ লক্ষ ৭৫ হাজার |
Sonalika DI 60 RX | ১২ লক্ষ ৯৯ হাজার |