পকেট রাউটারের দাম, কিভাবে কাজ করে,ব্যবহারের নিয়ম,সুবিধা

আমাদের ওয়েবসাইটের পক্ষ থেকে আরও একটি আলোচনায় আপনাকে স্বাগতম। সম্মানীয় পাঠক বন্ধু আমরা আজকে রাউটার সম্পর্কিত বিষয় সম্পর্কে জানব। আমাদের এই আলোচনাটির মাধ্যমে আপনার পকেট রাউটারের বিষয় সম্পর্কে জানতে পারবেন। পকেট রাউটারের দাম এটির কাজ ব্যবহারের সুবিধা অসুবিধা সহ নিয়ম কানুনের বিষয় সম্পর্কে জানানোর আগ্রহ নিয়ে আমরা এই প্রতিবেদনটি লিখছি। সুতরাং এর বিষয় সম্পর্কে বিস্তারিত জানার ইচ্ছে থাকলে আমাদের সম্পূর্ণ আলোচনাটি অনুসরণ করুন আশা করছি সম্পর্কে সঠিক সকল তথ্য জেনে উপকৃত হবেন।

দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ধরনের গেজেট ব্যবহার করে থাকি যেগুলোতে ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়ে থাকে। এছাড়াও এক ব্যক্তির একাধিক ডিভাইস থেকে থাকে এটি বর্তমান সময়ে স্বাভাবিক এক্ষেত্রে প্রতিটি ডিভাইসের জন্য পৃথকভাবে ইন্টারনেট ক্রয় করা সম্ভব নয় এক্ষেত্রে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে প্রয়োজন হয় পকেট তাইতো আমরা পকেটের বিষয় সম্পর্কে জানাবো আপনাদের আশা করছি আমাদের সাথে থেকে পকেটের বিষয় সম্পর্কে বিস্তারিত জানবেন।

পকেট রাউটার কি

অনেকের কাছেই এই শব্দটি নতুন। এতদিন আমরা রাউটার সম্পর্কিত বিষয় সম্পর্কে জেনেছি যা ওয়াইফাই সংযোগের মাধ্যমে আমাদের ডাটা ইউজ করার কাজ করতো। তবে রাউটারের সাথে এই পকেট কথাটি যুক্ত হওয়ার পরবর্তী সময়ে এর বিষয় সম্পর্কে অনেকেই জানার আগ্রহ প্রকাশ করেন। ওকে ডক্টর হচ্ছে মূলত একটি ডিভাইস যা পকেটে রাখা সম্ভব এবং এখান থেকেই এর নামকরণ করা হয় পকেট রাউটার। তবে এই রাউটার ওয়াইফাই লাইন এর সঙ্গে যুক্ত করতে হয় না এখানে সিম ব্যবহার করে একসাথে একাধিক ডিভাইস ইন্টারনেট ব্যবহার করা যায়। বর্তমান সময়ে বিভিন্ন কোম্পানি এই পকেট আউটার তৈরি করেছে এখানে আপনি আপনার পছন্দের অপারেটর নির্বাচন করে সিমি ডাটা প্যাক ক্রয় করার পরবর্তী সময়ে তা আপনার একাধিক ডিভাইসে ব্যবহার করতে পারবেন। আশা করছি পকেট রাউটার কি এর কাজ কি এ বিষয় সম্পর্কে জানতে সক্ষম হয়েছেন।

পকেট রাউটারের দাম

বিভিন্ন বাজেটের পকেট রাউটার রয়েছে। পকেট রাউটারের ক্ষেত্রে বেশকিছু বিষয়ের উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ হয়ে থাকে। 3g 4g এবং 5g পকেট অফার রয়েছে অবশ্যই এই সমস্ত বিষয় সম্পর্কে জানার পরবর্তী সময়ে পকেটে ক্রয় করবেন। যেহেতু এটি একটি ডিভাইস প্রায় অবশ্যই পরিচালনার জন্য একটি ব্যাটারি রয়েছে ব্যাটারি সহ পকেটের ব্যবহৃত অন্য সকল যন্ত্রাংশের উপর ভিত্তি করে এর মূল্য নির্ধারণ হয়ে থাকে। আমরা আপনাদের সহযোগিতার উদ্দেশ্যে বর্তমান সময়ের জনপ্রিয় কিছু পকেট রাউটারের মূল্য সম্পর্কিত বিষয় সম্পর্কে জানাবো আশা করছি এখান থেকে আপনি মূল্য সম্পর্কিত বিষয় সম্পর্কে জানতে পারবেন এবং ধারণা করতে পারবেন।

১. Tp-লিংক M7200 4G 150 Mbps LTE মোবাইল ওয়াই-ফাই রাউটার
Tp-লিংক M7200 4G 150 Mbps LTE মোবাইল ওয়াই-ফাই রাউটার

দামঃ 4,500 টাকা

একসাথে 10টি পর্যন্ত ডিভাইস শেয়ার করা যাবে
2000mAh ব্যাটারি ৮ ঘন্টা চলবে
4G FDD/TDD-LTE সমর্থন করে

২. Huawei 4G মোবাইল ওয়াইফাই রাউটার- (E5573S)
Huawei 4G মোবাইল ওয়াইফাই রাউটার- (E5573S)
দামঃ ৭০০০ টাকা
সমস্ত নেটওয়ার্ক অপারেটর সমর্থন করে
সাইজ(মিমি): 94 x 58 x 15 মিমি
ওজন (গ্রাম): 75.00
মডেম: 4G
ব্যাটারি ক্ষমতা: 1500 mAh
রঙ: কালো
গতি: 150 Mbps পর্যন্ত ডাউনলোড, 50 Mbps পর্যন্ত আপলোড

৩. Huawei E5576-606 MOBIFI
Huawei E5576-606 MOBIFI
150mbps পর্যন্ত প্যাকেট ডেটা সার্ভিস
LTE/WCDMA ভিত্তিক SMS, APN তৈরি, মুছে বা এডিট করা যায়
ইনটারনাল LTE/WCDMA এবং ওয়াইফাই অ্যান্টেনা
সর্বশেষ আপগ্রেড সহ Windows 7, 8, 8.1, 10, 10.11, 10.12 এর সাথে সামঞ্জস্যপূর্ণ
ওয়াইফাই/ল্যান 2.4 GHz
RAM 128MB DDR, ROM 128MB NAND ফ্ল্যাশ
রিচার্জেবল লিথিয়াম ব্যাটারি (অপসারণযোগ্য) ক্ষমতা 3.8 V 1500 MAH

৪. OLAX 4G HOTSPOT MF980L 4G LTE অ্যাডভান্সড
OLAX 4G HOTSPOT MF980L 4G LTE অ্যাডভান্সড
দামঃ 2,990 টাকা
সর্বোচ্চ LAN ডেটা রেট: 150Mbps
স্ট্যান্ডার্ড এবং প্রোটোকল:
Wi-Fi 802.11g, Wi-Fi 802.11b, Wi-Fi 802.11n, Wi-Fi 802.11ac
4G LTE মোবাইল ওয়াইফাই

৫. Prolink PRT7011L স্মার্ট 4G LTE ওয়াইফাই 300Mbps হটস্পট
Prolink PRT7011L Smart 4G LTE WiFi 300Mbps Hotspot
দামঃ 4,950 টাকা
ডেটা গতি 150Mbps পর্যন্ত
300Mbps পর্যন্ত উচ্চ গতির Wi-Fi হটস্পট
একসাথে 11 জন ব্যবহারকারীকে সমর্থন করে
10 ঘন্টা পর্যন্ত রিচার্জেবল ব্যাটারি

4G পকেট রাউটারের দাম

বর্তমান সময়ে অবশ্যই আপনাকে 4G পকেট রাউটারক্রয় করতে হবে। বর্তমান সময়ে প্রায় বাংলাদেশের সকল স্থানে 4G চালু রয়েছে। সুতরাং সুন্দরভাবে ইন্টারনেট ব্লাউজ করার জন্য আপনাকে 4G পকেট রাউটার ক্রয় করতে হবে এটি ব্যতীত আপনার ফোন 4G কিংবা 5G হোক না কেন আপনি তা ব্যবহার করতে পারবেন না। এক্ষেত্রে আমরা কিছু 4G পকেট রাউটারের দাম সম্পর্কিত বিষয় সম্পর্কে জানাচ্ছি আপনাদের।

পকেট রাউটার বাংলাদেশ প্রাইস

বাংলাদেশ থেকে অনেকেই পকেট রাউটারের দাম জানার উদ্দেশ্য নিয়ে উপস্থিত হয়েছে। আশা রাখছি ক্যাটাগরির উপর ভিত্তি করে আমরা আপনাদেরকে মূল্য সম্পর্কিত বিষয় সম্পর্কে জানিয়ে সহযোগিতা প্রদান করতে সক্ষম হয়েছে। আমাদের প্রতিবেদনটিতে উল্লেখিত রাউটারের মূল্য আমরা বাংলাদেশ ে এর মূল্যের উপর ভিত্তি করে তুলে ধরেছি আশা করছি আপনি আপনার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button