পলাশ ফুল নিয়ে স্ট্যাটাস| পলাশ ফুল নিয়ে ক্যাপশন

পলাশ ফুল নিয়ে স্ট্যাটাস ও ক্যাপশন: পৃথিবীতে ফুল হচ্ছে সব থেকে পবিত্র একটি উপমা যা ব্যক্তিজীবনকে সাজিয়ে সুন্দরভাবে পরিচালনা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ফুলের শুভ্রতা এবং সৌন্দর্য মানুষের জীবনকে আলোকিত করে তোলে, তাই তো নতুন জীবনে প্রতিটি মানুষ ফুলের শুভেচ্ছা জানিয়ে জীবনের শুভকামনা জ্ঞাপন করে। জীবনের প্রতিটি ভালো কাজেই এই ফুলকে উপমা হিসেবে ব্যবহার করা হয়। প্রাকৃতিক এই সৌন্দর্যময় উপাদানটি পৃথিবীতে অজস্র প্রজাতি রয়েছে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে পলাশ যা ফুল এবং কাঠ হিসেবে ব্যবহৃত হয়। পলাশ ফুলের লাল টকটকে সৌন্দর্য যেন সকলকে মুগ্ধ করে তোলে। এজন্য আজকে পলাশ ফুল নিয়ে স্ট্যাটাস এবং বেশ কিছু ক্যাপশন নিয়ে এসেছি। আপনারা আপনাদের পছন্দনীয় সফল ধরনের স্ট্যাটাস ও ক্যাপশন আমাদের এই প্রতিবেদন থেকে সংগ্রহ করে আপনার বিভিন্ন কাজে লাগাতে পারবেন।
পলাশ ফুল সকলের কাছে অতি পরিচিত একটি ফুল। আমাদের চারপাশে বনে জঙ্গলে কিংবা বাড়ির উঠানে অথবা বাগানবাড়িতে আমরা পলাশ ফুলের গাছ দেখতে পাই। এটি এমন একটি প্রজাতির ফুল যা কাঠ এবং ফুল হিসেবে ব্যবহার করা হয় তবে সকলের কাছে এই ফুলটি কাঠ হিসেবে জনপ্রিয়তা লাভ না করলেও ফুল হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এটি এমন একটি ফুল যা সাহিত্য বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কেননা পলাশ ফুল নিয়ে বাংলাদেশের জাতীয় কবি এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার জীবনে একটি গান লিখেছেন এছাড়াও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও পলাশ ফুল নিয়ে তার জীবনে বিভিন্ন কবিতা ও গান রচনা করেছেন। মূলত ব্যক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রে পলাশ ফুলের অবদান রয়েছে। এটি সাহিত্য অঙ্গনে গানের জগতে সর্বোচ্চ ক্ষেত্রেই আমরা লক্ষ্য করতে পারি। এর অপূর্ব সৌন্দর্যজনক মানুষ কে মুগ্ধ করে তোলে সেই সাথে পলাশ ফুলের গুনাগুন মানুষের জীবনে সার্থকতা বয়ে আনে।
পলাশ ফুল নিয়ে স্ট্যাটাস
বাংলার ষড়ঋতুর বসন্ত ঋতু কে ঋতুরাজ বলা হয় । কেননা বসন্ত ঋতুতে বাংলার প্রকৃতি ফুলে ফুলে ভরে ওঠে এ সময় হরেক রকমের ফুল বাংলায় ফুটতে দেখা যায় তার মধ্যে অন্যতম একটি ফুল হচ্ছে পলাশ ফুল যা গাছের ডালে লাল থোকায় থোকায় ফুটে থাকে। রক্তে লাল রাঙ্গা থোকায় থোকায় পলাশ ফুল সৌন্দর্যপ্রেমী মানুষকে মুগ্ধ করে তোলে তাইতো তারা পলাশ ফুল নিয়ে স্ট্যাটাস গুলো অনুসন্ধান করেন। তাদের উদ্দেশ্যে আজকে পলাশ ফুল নিয়ে বেশ কিছু স্ট্যাটাস নিয়ে এসেছি। আপনারা আমাদের এই পোস্ট থেকে পলাশ ফুল নিয়ে স্ট্যাটাস গুলো সংগ্রহ করতে পারবেন। নিচে পলাশ ফুল নিয়ে স্ট্যাটাস গুলো তুলে ধরা হলো:
১. পলাশ ফুলের শোভা দেখে কেমন জানি করে মন
অনেক পলাশ মিলে আজ করছে শান্তিনিকেতন,
অনেক দূরে নিকেতনে পলাশ তুমি থেকো ভালো
আজকের এই বিশেষ দিনে ছড়াবে রংয়ের আলো।
২. এই বসন্তে, পলাশেরা গান গায় পূর্ণিমা রাতে!
ভোরে এলে ঝরে পড়ে শূন্য ভূমিতে,
ঝরে পড়ে সবার অগোচরে,
তবুও তারা গান গায় প্রতিদিন,
কিন্তু গানের রেশ থেকে যায় মনের গভীরে।
৩. পলাশ আজ রাগ করেছে, তাইতো ধুলায় শুয়ে,
দিব্যি বলছি, এই দেখ তোর মাথায় হাত দিয়ে,
যাবনা আর শিমুল বনে, সবার সাথে আড়ি,
এখন থেকে কেবল তোকেই ডাকবো আমার বাড়ি।
৪. হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল,
এনে দে এনে দে, নইলে….
রাঁধবো না, বাঁধবো না চুল….
পলাশ ফুল নিয়ে ক্যাপশন
প্রকৃতিতে অপরূপ সৌন্দর্য ম একটি ফুল হচ্ছে পলাশ ফুল যার পাপড়িগুলো রেশমের মতো কোমল হয়ে থাকে। পলাশ ফুল বিভিন্ন রঙের ফুটে থাকলেও আমরা সচরাচর লাল রংয়ের পলাশ ফুল লক্ষ্য করতে পাই। তাইতো পলাশ ফুল নিয়ে ক্যাপশন গুলো আজকে নিয়ে এসেছি। আপনারা আমাদের ওয়েবসাইট থেকে পলাশ ফুল নিয়ে সকল ক্যাপশন সংগ্রহ করতে পারবেন এবং এই ক্যাপশন গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার বন্ধুদের কাছে পাঠাতে পারবেন।
৫. “পলাশ ফুলের মউ পিয়ে ওই
বউ- কথা- কও উঠল ডেকে।
শিস দিয়ে যায় উদাস হাওয়া
নেবু ফুলের আতর মেখে।।”
— কাজী নজরুল ইসলাম
৬. পলাশ ফুটেছে শিমুল ফুটেছে
এসেছে দারুন মাস
আমি জেনে গেছি
তুমি আসিবে না ফিরে
মিটিবে না পিয়াস।
৭. আয়না পলাশ আমার ঘরে
কেন ধুলায় আছিস পড়ে!
পলাশ বিলাশ আমার মনে,
তোকে সাজিয়ে রাখবো মনের কোণে!
আজ যতন করে আবির লালে
মাখাবো তোর লাজুক গালে!
৮. ঋতুরাজ রাজ্যসভায়, সব ফুলেদের মিলন মেলা
বসন্তের মিষ্টি হাওয়ায়, ফাগুনের ফুল করে খেলা।
শিমুল, পলাশ, মাধবীলতা, ডালিয়া, চন্দ্রমল্লিকা,
কৃষ্ণচূড়ার পাপড়ি কুঞ্জে, সাজাই প্রেমের মাল্যখানি।
৯. যে কবিতায় চোখ রেখেছে আকাশ,
কাব্যে বিভোর আজ তার অবকাশ
পলাশের কবিতায় কে বা দেবে সুর?
করবে তার প্রাঙ্গণ গানে ভরপুর?
১০. হে পলাশ! হে শিমুল! হে বসন্তের দেবদূত রা!
” পঁচা লাশ” আর বয়ে এনো না,
গন্ধে আজ ভরে গেছে পৃথিবীটা
এবার না হয় ছোট্ট মেয়েটা “রাজ” করুক!!!