বউ এর প্রশংসা| বউ এর প্রশংসা ও কবিতা

আসসালামু আলাইকুম, মহান আল্লাহ তাআলার অনেক অনেক শুকরিয়া। আজকের আলোচনায় আমরা ব্যতিক্রমী একটি বিষয় সম্পর্কে কথা বলব আপনাদের সাথে। আজকের এই আলোচনাটির মাধ্যমে আমরা আপনাদের জানাবো কিভাবে বইয়ের প্রশংসা করবেন। মানসিক সুখ-শান্তি লাভের জন্য অবশ্যই পরিবারের সদস্যদের সাথে ভালো সম্পর্ক থাকা জরুরী। কষ্টদায়ক হলেও সত্যিই আমরা বর্তমান সময়ে পরিবারের সদস্যদের সাথে ভালো সম্পর্ক ধরে রাখতে পারি না। ডিজিটাল যুগ আধুনিক সমাজব্যবস্থা আমাদের পরিবারের সদস্যদের থেকে আলাদা করে তুলেছে। আমরা পরিবারের সদস্যদের সাথে বসে সময় কাটাতে পারি না ভালোমতো কথা বলার সুযোগ পাইনা। তবে ভালো থাকার জন্য ভালো সময় কাটানোর জন্য মানসিক শান্তি লাভের জন্য অবশ্যই পরিবারের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে হবে তাদেরকে সময় দিতে হবে।
বর্তমান জেনারেশন মনে করে থাকেন সম্পদেই আসল সুখ। সম্পদশালী হলে মানুষ সুখে থাকে ভালো থাকে। এমনটা কখনোই নয় আমরা বহির্বিশ্বের উন্নত দেশগুলোর দিকে তাকালে লক্ষ্য করব এই সকল উন্নত দেশের মানুষজন অনেক বেশি আত্মহত্যা করে থাকেন তাদেরও তো বাড়ি গাড়ি অট্টালিকা ধনসম্পদ অনেক এরপরেও তারা আত্মহত্যা করেন এর কারণ তাদের মনে শান্তি নেই। তারা সুখী নন। আমরা মিছে দুনিয়ার মায়ায় পড়ে বিভিন্ন দিক থেকে পিছিয়ে পড়েছি। আমাদের ফিরে আসতে হবে ইসলামের পথে। এখানেই রয়েছে সুখ শান্তি।
সম্মানীয় পাঠক বন্ধুগণ আমরা আমাদের আলোচনায় ফিরে আসি আলোচনার মাধ্যমে আপনাদের মাঝে বউয়ের প্রশংসা সম্পর্কিত বিষয় সম্পর্কে জানিয়ে সহযোগিতা করব। জীবনসঙ্গীর প্রশংসা করার প্রয়োজন রয়েছে এক্ষেত্রে ভালো সম্পর্ক তৈরি হতে পারে। বাসায় ফিরে আসতে পারে সুখ-শান্তি বদলে যেতে পারে জীবন। অবশ্যই বউয়ের প্রশংসা করার প্রয়োজন রয়েছে। তবে বর্তমান সময়ে এমনটা লক্ষ্য করা যায় খুবই কম এর ফলে সম্পর্কের মধ্যে অশান্তির উপস্থিতি লক্ষ্য করা যায় বর্তমান সময়ে বৈবাহিক সম্পর্ক ভালো নয় অনেকের বিভিন্ন সময় লক্ষ্য করে থাকি বিবাহবিচ্ছেদের মত ঘটনা। আমরা অবশ্যই বউয়ের সাথে ভালো সম্পর্ক তৈরি করব, বউয়ের ভালো বিষয়গুলো নিয়ে প্রশংসা করব।
বউয়ের প্রশংসা
অবশ্যই জীবন সঙ্গীর প্রশংসা করার প্রয়োজন রয়েছে। অনেকেই আমরা বউয়ের খারাপ দুখ গুলো তুলে ধরে অপমান রাগারাগি করে থাকি, তবে ভালো অধিক গুলোর প্রশংসা করতে রাজি নই অনেকেই। এটি আমাদের খারাপ একটি অভ্যাস অবশ্যই এই বিষয় থেকে বেরিয়ে আসতে হবে। অবশ্যই প্রশংসার প্রয়োজন রয়েছে। প্রশংসা করার বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে যে সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে প্রশংসা করলে মুখ খুশি হবেন এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এমন বিষয় সম্পর্কে আপনাদের জানাতে উপস্থিত হয়েছি এই আর্টিকেল নিয়ে।
- মিষ্টি চাঁদের মিষ্টি আলো,বাসি তোমায় অনেক ভালো.মিটি মিটি তারার মেলা,দেখবো তোমায় সারাবেলা. নিশিরাতে শান্ত ভুবন, চাইবো তোমায় সারাজীবন।
- টাপুর টুপুর বৃষ্টি লাগছে দারুন মিষ্টি, কী অপরুপ সৃষ্টি দেয় জুড়িয়ে দৃষ্টি, বৃষ্টি ভেজা সন্ধ্যায় তাজা ফুলের গন্ধয়ে, মনটা নাচে ছন্দে উতলা আনন্দে, জানু তোমার জন্য।
- আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া, আমার জীবনে কোনো স্বপ্ন নেই তুমি ছাড়া , আমার দুচোখ কিছু খোজেনা তোমায় ছাড়া, আমি কিছু ভাবতে পারিনা তোমায় ছাড়া , আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া, আমি কিছু বুঝতে চাইনা তোমায় ছাড়া !
- দিভালবেসে এই মন, তোকে চায় সারাক্ষন। আছিস তুই মনের মাঝে, পাশে থাকিস সকাল সাঝেঁ। কি করে তোকে ভুলবে এই মন, তুই যে আমার জীবন।। তোকে অনেক ভালবাসি !
- চোখে আছে কাজল কানে আছে দুল,ঠোট যেন রক্তে রাঙা ফুল,চোখ একটু ছোট মুখে মিষ্টি হাসি,এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসি।
বউ এর প্রশংসা ও কবিতা
১. চোখে আছে কাজল কানে আছে দুল
ঠোট যেন রক্তে রাঙা ফুল।
মুখে মিষ্টি হাঁসি
এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসি।
২. খুঁজিনি কারো মন,
তোমার মন পাব বলে।
ধরিনি কারো হাত,
তোমার হাত ধরবো বলে।
হাঁটিনি কারো সাথে,
তোমার সাথে হাঁটবো বলে।
কাউকে বাসিনি ভালো,
তোমাকে ভালবাসি বলে।
৩. তুমি যদি না বুঝো বুঝবে আমায় কে?
তুমি যদি পর ভাবো আপন ভাববে কে?
তুমি যদি কষ্ট দাও সুখ দিবে কে
যদি তুমি ভুলে যাও মনে রাখবে কে।
৪. যত দূরেই যাইনা কেনো থাকবো তোমার পাশে।
যেমন করে শিশির ফোঁটা জড়িয়ে থাকে ঘাসে।
সকল কষ্ট মুছে দেবো মুখের হাসি,,,,
হৃদয় থেকে বলছি তোমাকেই ভালোবাসি।
৫. ফুলের বুকে মধু থাকে,
নদীর বুকে ঢেউ।
তুমি ছাড়া এ ভুবনে নেই যে আর কেউ।
আকাশের বুকে চাঁদ থাকে
চাঁদের বুকে আলো।
তুমি ছাড়া কেমন করে থাকি আমি ভালো।