বাজরিগার পাখির দাম কত

পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর পাখি রয়েছে তার মধ্যে অন্যতম একটি পাখি হচ্ছে বাজরিগার। যে পাখিটি আমেরিকার লিট্টল বার্ড নামে পরিচিত। বাসা বাড়িতে পোষা পাখি গুলোর মধ্যে জনপ্রিয় একটি পাখি হচ্ছে বাজরিগার পাখি। বাজরিগার পাখিটি বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিতি পেয়েছে। অনেকে এই পাখিটিকে বাজি কিংবা শেল প্যারাকিট আবার অনেকেই একে একে লিট্টল বার্ড নামে চিনে থাকেন। সাধারণত অস্ট্রেলিয়ায় দক্ষিণ পূর্ব অঞ্চলে এই পাখিটি ব্যাপক পরিমাণে দেখা যায়। এর কয়েকটি প্রতিবেশী দেশেও এই পাখিটির দেখতে পাওয়া যায়। বাজরিগার একটি শ্রবণ শক্তি সম্পন্ন পাখি যা মানুষের কথা খুব সুন্দরভাবে মনে রাখতে পারে এবং এটি বারবার বলতে পারে। তাইতো এই পাখিটি বাংলাদেশে অনেকেই পুষে থাকেন। এজন্য অনেকেই বাজরিগার পাখির দাম সম্পর্কে তথ্যগুলো জানতে চান। তাদের জন্য আমরা আজকে বাজরিগার পাখির দাম কত এই তথ্যগুলো শেয়ার করব।

প্রকৃতিতে যে সমস্ত পাখি প্রতিনিয়ত তাদের নিজস্ব সৌন্দর্যের মাধ্যমে মানুষের মন জয় করছে সেসব পাখির মধ্যে অন্যতম একটি পাখি হচ্ছে বাজরিগার পাখি। এই পাখিটি সাধারণত অস্ট্রেলিয়া পূর্ব ও দক্ষিণাঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যায়। অস্ট্রেলিয়া ছাড়াও এর পার্শ্ববর্তী কয়েকটি দেশে এই পাখিটি দেখতে পাওয়া যায়। বাজরিগার আর একটি ছোট সাইজের পাখি এবং দেখতে খুব সুন্দর একটি পাখি। পাখিটির সৌন্দর্যের কারণে এই পাখিটিকে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে। বাজরিগার পাখির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই পাখিটি শ্রবণশক্তি খুবই তীক্ষ্ণ। একটি মানুষের বলা বড় বড় শব্দ সহজেই মনে রাখতে পারে এবং হুবহু বলে দিতে পারে। অর্থাৎ বাজরিগার পাখির সামনে কোন কিছু বললে এই পাখি সব সময় ওই কথাটি বলতেই থাকে। মূলত মানুষের গলার স্বর নকল করার জন্য এবং এর সুন্দর বচন ভঙ্গি ও শ্রবণশক্তির কারণেই এই পাখিটিকে অনেকেই বাসা বাড়িতে বসে থাকেন। বাংলাদেশে অনেক পাখি প্রেমী, বাজরিগার পাখি তাদের বাসায় বসে থাকেন এবং প্রতিনিয়ত পাখিকে সুন্দরভাবে কথা বলা থেকে শুরু করে সকল কিছু শেখানোর চেষ্টা করেন।

বাজরিগার পাখির দাম কত

বাজরিগার একটি সুন্দর পাখি যা আমেরিকাতে লিট্টল প্যারাকেট নামে পরিচিত। এ পাখিটি বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন নামে পরিচিতি অর্জন করেছে। মানুষের বুলি সহজেই নকল করতে পারে এই পাখি। তাইতো বিশ্বের প্রতিটি দেশেই অনেকেই শখ করে এই পাখি পালন করে থাকেন। বাংলাদেশ অনেকে এই পাখি পুষে থাকেন। অনেকেই আবার বাজরিগার পাখি ক্রয় করার জন্য এর দাম সম্পর্কে তথ্যগুলো বিভিন্ন ওয়েবসাইটে অনুসন্ধান করে যাচ্ছে। তাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি বাজরিগার পাখির দাম সম্পর্কিত তথ্যগুলো আপনারা আমাদের ওয়েবসাইট থেকে আজকে বাজরিগার পাখির সঠিক মূল্য সম্পর্কে জানতে পারবেন এবং এই পাখি কোথায় পাওয়া যায় সে সম্পর্কে জেনে নিতে পারবেন। নিচে বাজরিগার পাখির দাম সম্পর্কে তথ্যগুলো তুলে ধরা হলো:

আপনি ৩৫০ টাকা থেকে ৪৫০ টাকার মধ্যে ১ জোড়া ছোট  বাজরিগার পাখি কিনতে পারবেন। আপনি যদি মোটামুটি একটু বড় বাজরিগার পাখি কিনতে চান তাহলে আপনার খরচ হবে ১ জোড়া বাজরিগার পাখি কিনতে ৬৫০ টাকা হতে ৯০০ টাকার মতো।

বাজরিগার পাখি কত দিন পর পর ডিম দেয়

বাজরিগার পাখির জনপ্রিয়তা অনেক বেশি। অনেকেই এই পাখি পছন্দ করছেন এবং পালন করছেন এক্ষেত্রে ডিমের বিষয়টি জানার ইচ্ছে লক্ষ্য করা যাচ্ছে অনেকের মধ্যে অনেকেই জানতে ইচ্ছুক বাজরিগার পাখি কতদিন পর ডিম দেয়। এক্ষেত্রে আমরা ডিম দেওয়ার বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরবো। আমাদের আলোচনাটির সাথে থেকে বাজরিগার পাখির ডিম দেওয়ার বিষয়টি সম্পর্কে জেনে নিতে পারেন।

বাজরিগার পাখি সাধারণত ৮ মাস বয়সে ডিম দেয়। তবে কোন কোন ক্ষেত্রে এরা ৬-৭ মাস বয়সে ডিম দিয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button