ভুট্টার মন কত টাকা ২০২৪| আজকের ভুট্টার বাজার দর ২০২৪

ভুট্টার মন কত টাকা ২০২৪: বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এদেশের অধিকাংশ মানুষের পেশা হচ্ছে কৃষি কাজ করা। অর্থাৎ বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষিকাজের মাধ্যমে তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে। তারা প্রতিটি মৌসুমীর বিভিন্ন ধরনের ফসল চাষ করে থাকে এবং এসব ফসল ঘরে তোলে তাদের আর্থিক সচ্ছলতা এবং পরিবারের মানুষের প্রতিটি চাহিদা পূরণ করে থাকে। প্রাচীনকাল থেকে বাংলার মাটি উর্বরতার হওয়ার কারণে এখানে বিভিন্ন ধরনের ফসল ফলে থাকে। তবে বর্তমান সময়ে বাংলাদেশের প্রতিটি অঞ্চলের একটি জনপ্রিয় ফসল হিসাবে ভুট্টা ফসলটির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। রবি মৌসুমে উত্তরবঙ্গে অধিকাংশ কৃষকেরা এই ফসলটি চাষ করে থাকে। নির্দিষ্ট সময়ের পর ঘরে তুলে এর রক্ষণাবেক্ষণের মাধ্যমে তারা বাজারজাত করে থাকেন। তাইতো আমরা আজকে ভুট্টার মন কত টাকা সে সম্পর্কে আপনাদের মাঝে তথ্যগুলো শেয়ার করব।

বর্তমান সময়ে ভুট্টা উত্তরবঙ্গের কৃষকদের কাছে একটি ব্যাপক জনপ্রিয় ফসলের নাম। কেননা বর্তমান সময়ে প্রতিবছর রবি মৌসুমে অন্যান্য ফসলের তুলনায় এই ভুট্টা ব্যাপক পরিমাণে চাষ করা হয়। প্রতিটি কৃষক তাদের আর্থিক স্বচ্ছলতা অনুযায়ী এই ভুট্টা চাষ করে থাকেন। ভুট্টা ওজনের দিক থেকে অন্যান্য ফসলের তুলনায় দ্বিগুণ উৎপন্ন হওয়ার কারণে মূলত বাংলার কৃষকদের কাছে এই ফসলটির ব্যাপক জনপ্রিয়তা বর্তমান সময়ে দেখা দিচ্ছে। এটি শুধুমাত্র ফসল হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেছে তা নয় বরং প্রাণীর কাঁচা খাদ্য হিসেবেও ব্যাপক পরিচিতি পেয়েছে। তাইতো দেশজুড়ে এখন ভুট্টার ব্যবস্থা জনপ্রিয়তা রয়েছে এজন্যই প্রতিবছর কৃষকেরা ভুট্টা ঘরে তোলার পর লক্ষ লক্ষ টাকা আয় করার সুযোগ পেয়ে থাকেন। তারা তাদের উৎপাদিত ভুট্টা ব্যবসায়ীদের নিকট বিক্রি করার মাধ্যমে আর্থিকভাবে লাভবান হয়ে থাকেন। ভুট্টা প্রাণীদের খাদ্য তৈরিতে কিংবা বিভিন্ন ধরনের উপকরণ হিসেবে ব্যবহার হওয়ার কারণে এই দ্রব্যটি প্রতিবছর সুলভ মূল্যে ক্রয় বিক্রয় হয়ে থাকে।

ভুট্টার মন কত টাকা ২০২৪

ভুট্টা বর্তমান সময়ে বাংলার কৃষকদের কাছে একটি জনপ্রিয় ফসলের নাম। বিশেষ করে উত্তরবঙ্গের প্রতিটি কৃষকের কাছে এই ফসলটির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে কেননা উত্তরবঙ্গে অন্যান্য ফসলের তুলনায় বর্তমান সময়ে বিপুল পরিমাণে ভুট্টার চাষ হচ্ছে। তাইতো অনেকেই ভুট্টার মন কত টাকা তথ্য গুলো অনুসন্ধান করে থাকেন তাদের উদ্দেশ্যে আজকে আমরা ভুট্টার মান কত টাকা পোস্ট নিয়ে এসেছি। আপনারা আমাদের ওয়েবসাইট থেকে ভুট্টার মান কত টাকা জানতে পারবেন এবং প্রতিটি পরিচিত মানুষের মাঝে শেয়ার করে তাদেরকে ভুট্টার সঠিক মূল্য সম্পর্কিত তথ্যগুলো জানাতে পারবেন। নিচে ভুট্টার মন কত টাকা তা তুলে ধরা হলো:

ঠাকুরগাও জেলা আজকের ভুট্টার দাম  ১২৪০ টাকা মণ (শুকনা)
নাজিরপুর গুরুদাসপুর, নাটোর ১৩০০ টাকা মন (শুকনা)
বরংগাইল বাজার, শিবালয়, মানিকগঞ্জ ১২০০থেকে ১২৩০টাকা পর্যন্ত (শুকনা)
চুয়াডাঙ্গা সদর ১৩০০ টাকা মন (শুকনা)
ঘোড়াঘাট, দিনাজপুর। শুকনো ভুট্টা ক্রয় চলছে- আর্দ্রতা: ১৪%-১৫%।
প্রতি কেজি ২৯.৫০ টাকা, মন ১১৮০ টাকা।
ঢাকাতে ১২৩০-১২৪০ (শুকনা)
সিরাজগঞ্জে ১২১০-১২২০(শুকনা)
মুজিবনগর মেহের পুর ১২০০(শুকনা)
সিরাজগঞ্জ জেলা আজকের ভুট্টার দাম ১২১০-১২২০(শুকনা)
চাপাইনবাবগঞ্জ আজকের ভুট্টার দাম ১২০০ টাকা মণ শুকনা
টাঙ্গাইল আজকের ভুট্টার দাম ১২৫০ টাকা মণ শুকনা
জামালপুর আজকের ভুট্টার দাম ১২০০ টাকা মণ শুকনা
লালমনিরহাট আজকের ভুট্টার দাম ১২২০ টাকা মণ
নিলফামারী আজকের ভুট্টার দাম ১২৪০ টাকা মণ
লালদীঘি ,পীরগঞ্জ রংপুর ১২৪০

One Comment

  1. ভূট্রার আদ্রতা সম্পর্কে বলবেন
    ১১% – ১২% কেমন শুকনা
    ১৩% – ১৪%
    ১৫% – ১৬%
    ১৭% – ১৮% এর মধ্যে ভেজা কোনটা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button