মসুর ডালের কেজি কত টাকা ২০২৪| সব ধরনের ডালের দাম

মসুর ডালের কেজি কত টাকা ২০২৪: সম্মানিত পাঠক আপনাদের উদ্দেশ্যে আজকে আমরা মসুর ডালের কেজি কত টাকা সে সম্পর্কিত একটি পোস্ট তুলে ধরেছি। কেননা বর্তমান সময়ে প্রতিটি পণ্য দ্রব্যের দাম বেড়ে যাওয়ার কারণে মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য গুলোর মূল্য পরিবর্তিত হচ্ছে। তাইতো মানুষ তাদের প্রয়োজনীয় পণ্যদ্রব্য ক্রয় করার পূর্বে এর দাম সম্পর্কে অবগত হতে চায়। এজন্যই মূলত আমরা আজকে মসুর ডালের কেজি কত টাকা তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করব যেখানে আপনি বর্তমান সময়ে বাজারে খোলা মসুর ডাল থেকে শুরু করে প্যাকেটের মসুর ডালের কেজি সম্পর্কে জেনে নিতে পারবেন। তাই আশা করা যায় আমাদের আজকের এই পোস্টটি আপনাদের সকলের অনেক উপকারে আসবে।

বাঙালির সংস্কৃতিতে যেসব খাবারের নাম মিশে আছে তার মধ্যে অন্যতম একটি খাবার হচ্ছে ডাল। ডাল মানে বাঙ্গালীদের কাছে মসুর এর ডাল। কেননা বিভিন্ন ধরনের ডাল থাকলেও বাঙালিরা মূলত মসুর ডাল খেতেই পছন্দ করে। পাতলা মসুর ডালের সাথে লেবুর রস ভাজি ভর্তা কিংবা সবজি প্রতিটি বাঙালি পরিবারেই নৃত্যদিনের একটি খাবারের মেনু। তাইতো মসুর ডালের চাহিদা ও প্রয়োজনীয়তা দেশজুড়ে রয়েছে। প্রতিনিয়ত দৈনন্দিন জীবনের চাহিদা ও প্রয়োজন পূরণ করার জন্যই মানুষ এই ডাল ক্রয় করছে। ডাল হিসাবে এর জনপ্রিয়তা রয়েছে আবার খিচুড়িতে মসুর ডাল ব্যবহার করা হয়। বাঙালির কাছে খিচুড়ি যেন একটি অমৃত খাবারের নাম। যা অনুষ্ঠানের দিন কিংবা বিশেষ দিনে প্রতিটি পরিবারেই রান্না করে খাওয়া হয়। অর্থাৎ প্রতিটি খাবারের বিশেষত রয়েছে। আর বাংলাদেশ যেহেতু স্বল্প আয়ের একটি দেশ সেহেতু অন্যান্য দামি খাবার গুলোর তুলনায় সীমিত মূল্যে বিক্রিত খাবার গুলো ব্যাপক জনপ্রিয়তা প্রতিটি মানুষের কাছেই প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।

মসুর ডালের কেজি কত টাকা ২০২৪

অনেকেই অনলাইনে মসুর ডালের কেজি কত টাকা তা জানতে আপডেট তথ্যগুলো অনুসন্ধান করেন। এজন্য আমরা আজকে সকলের প্রয়োজনীয় মসুর ডালের কেজি কত টাকা সে সম্পর্কে একটি পোস্ট নিয়ে এসেছি এখানে আপনি মসুর ডালের কেজি কত টাকা করে বিক্রি হয় তা জানতে পারবেন। আমরা আপনাদের সুবিধার জন্য প্যাকেটের মসুর ডালের মূল্য তুলে ধরেছে এবার বাজারে খোলা আকারে যেসব ডাল বিক্রি করা হয় সে ডালের ও কেজি দাম তুলে ধরেছি। নিচে মসুর ডালের কেজি কত টাকা তথ্যগুলো তুলে ধরা হলো:

সব ধরনের ডালের দাম

নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোর তালিকায় রয়েছে ডাল। নিম্ন শ্রেণীর মানুষ থেকে মধ্যবিত্ত ও উচ্চশ্রেণীর মানুষ সকলেই ডাল খেয়ে থাকেন। গানের চাহিদা ও বিক্রি সারা বছরজুড়ে হয়ে থাকে তবে কিছুদিনের ব্যবধানে ডালের মূল্য বেয়েছে অনেক। আমরা আমাদের আলোচনাটির মাধ্যমে এই মূল্যের বিষয় সম্পর্কে জানিয়ে সহযোগিতা করব। বর্তমান বাজারে কোন ডালের মূল্য কত তার একটি তালিকা তুলে ধরছি নিচে।

  • চাদনী মসুর ডাল ৳ ৯৫
  • মুখ ডাল ৳ ১৪০
  • মুগ ডাল ৳ ৮০
  • মসুর ও মুগ ডাল ৳ ১৭২,৯৬৭
  • মসুর ডাল দেশী – ১ কেজি ৳ ১২০
  • মসুর ডাল ৳ ১৭০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button