মায়ের ১ম মৃত্যু বার্ষিকী স্ট্যাটাস| মা হারানো নিয়ে কিছু ক্যাপশন

মায়ের প্রথম অর্থাৎ এখন মৃত্যুবার্ষিকী কেন্দ্র করে স্ট্যাটাস প্রদান করার উদ্দেশ্যে যে সমস্ত সন্তান উপস্থিত হয়েছেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক মহান রাব্বুল আলামিন। মাকে হারিয়ে যারা কষ্ট নিয়ে এই পৃথিবীতে রয়েছি তাদের মনে মায়ের জায়গাটা বেঁচে থাকুক সারা জীবন। ওপারে মা ভালো থাকুক এই আশা সকল সন্তানের মনে রয়েছে। যারা মাকে হারিয়ে একটি বছর অতিক্রম করলেন আজকে মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী। এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে মায়ের জন্য দোয়া প্রার্থনা করুন। সন্তানের দোয়া অবশ্যই মায়ের জন্য প্রাপ্য। মহান আল্লাহ তা’আলা ভাববার জন্য আলাদাভাবে একটি দোয়া দিয়েছেন আমরা অবশ্যই এই দোয়াটি পড়বো।
মাকে হারিয়েছি এক বছর হয়ে গেল কতদিন মাকে দেখি না মাকে মিস করি বিভিন্ন সময় মায়ের কথা মনে পড়ে বুকটা ভেঙে পড়ে চোখ দিয়ে ঝরে অশ্রু । মায়ের প্রথম মৃত্যু বার্ষিকীর বিষয় সম্পর্কে সুন্দর একটি স্ট্যাটাস প্রদান করার আগ্রহ থাকে অনেকের। অনেকেই এমন স্ট্যাটাস সংগ্রহ করার উদ্দেশ্যে যুক্ত হয়েছেন আমাদের সাথে। আমরা চেষ্টা করব আমাদের এই আর্টিকেলটি এমন কিছু স্ট্যাটাস দ্বারা পরিপূর্ণ করতে যেন আপনাদের জন্য উপযুক্ত একটি স্ট্যাটাস থাকে আমাদের এই আর্টিকেলে। সুতরাং সময় নিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন।
মায়ের ১ম মৃত্যুবার্ষিকী স্ট্যাটাস
স্ট্যাটাস সংগ্রহের উদ্দেশ্যে যুক্ত হওয়ার ব্যক্তিগণ এখান থেকে স্ট্যাটাস সংগ্রহ করতে পারবেন। আমাদের অনেকের মা নেই বাবা নেই। তবে মা-বাবার জন্য ভালোবাসার জায়গাটি রয়েছে এখনো। এখনো আমরা হয়তো অনেকেই মেনে নিতে পারি না মাকে হারানোর সেই বিষয়টি। বেঁচে থাকুক প্রতিটি সন্তানের মনে মায়ের জন্য সেই ভালোবাসা ও দোয়া। উপরে মা ভালো থাকুক এমন প্রত্যাশা নিয়ে কিছু স্ট্যাটাস আপনাদের মাঝে তুলে ধরছি।
আপনারা যারা মায়ের মৃত্য নিয়ে স্ট্যাটাস নিয়ে ভাবছেন কি দেওয়া যায় তাদের জন্য আমার লেখা কিছু স্ট্যাটাস-
“মা তুমি আমার চোখের দৃষ্টি অসীম তারকা দান খোদার পরে তোমার আসল আমার কাছে আসমানের সমান।”
“মাকে নিয়ে পৃথিবীতে যত ধর্মীয় উপাসনালয় রয়েছে যা এর পিছনেই রয়েছে মায়ের প্রথম অক্ষর দিয়ে যেমন ধরেন মক্কা মদিনা মাদ্রাসা মন্দির বক্তব ইত্যাদি সুতারাং মাকে নিয়ে কেউ কষ্ট দিবেন না।”
মাকে-হারানো-নিয়ে-উক্তি
“এই পৃথিবীতে যত বড়ই অসাধ্য কিছু কাজ সাধ্য কাজ হোক না কেন সবাইকে একদিন ছেড়ে যেতে হবে সবাইকে ভুলে যেতে হবে এটাই স্বাভাবিক কিন্তু মাকে ভুলানো কখনোই স্বাভাবিক নয় মায়ের ভালোবাসা আজীবন অটুট থাকে।”
“মা আমি এলাম এই পৃথিবীতে তোমার কোলজুড়ে তোমার ছায়ায় বড় হবো মা মানুষ হবো বলে।”
“মা তুমি আমার প্রথম স্পর্শ। তুমি আমার প্রথম মা শব্দ। তুমি আমার প্রথম দেখা মা তুমি আমার জান্নাত আর তাইতো হয় না কোন তোমার তুলনা।”
মা হারানো/ মৃত্যু নিয়ে কিছু ক্যাপশন
- আজকে কেন জানি আমার একাকিত্ব মনে হচ্ছে।
- মা তুমি আজ নেই বলে আমি আমার কাজের তৃপ্তি পাই না।
- মা তোমার মমতা,মায়া আমার সারা জীবনের প্রাপ্যতা
- মা আমি যে তোমাকে ছাড়া কোন কল্পনা করতে পারছিনা।
- আমার স্নেহময়ী মা তোমাকে যে মনে পড়ে কত না জীবন ঝড়ে।
- আমার জন্মান্তর যদি থাকে মা নুতুন জীবন বাকে ফের তুমি মোর মা।