রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৪, টিকিটের মূল্য ও ভাড়ার তালিকা

রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকিটের মূল্য ও ভাড়ার তালিকা: রংপুর থেকে ঢাকা কিংবা ঢাকা থেকে রংপুর ভ্রমণের উদ্দেশ্যে পরিবহন খুঁজে থাকলে আপনাকে আমরা রংপুর এক্সপ্রেস ট্রেনের বিষয় সম্পর্কে জানিয়ে সহযোগিতা করতে পারি। বাংলাদেশের উত্তর অঞ্চল রংপুর থেকে অসংখ্য মানুষ বিভিন্ন প্রয়োজনে ঢাকা এসে থাকেন। উন্নত চিকিৎসা শিক্ষাসহ বিভিন্ন প্রয়োজনে গ্রাম থেকে শহরে এসে থাকেন অসংখ্য মানুষ। এদের মধ্যে রংপুর থেকে আসা ব্যক্তিগণ পরিবহন হিসেবে রেল পছন্দ করে থাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনটি ব্যাপক জনপ্রিয় ট্রেন হয়ে উঠেছে। আজকের আলোচনাটির মাধ্যমে রংপুর এক্সপ্রেস ট্রেনের যাবতীয় বিষয় সম্পর্কে জানিয়ে সহযোগিতা করব আপনাদের।
সুতরাং আপনি যদি রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী বিরোধী স্টেশন সময় সুচি ছুটির দিনসহ ভাড়ার তালিকা ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই আর্টিকেলটি আপনাকে বিশেষ সহযোগিতা প্রদান করতে সক্ষম। আমাদের এই একটি আলোচনার মাধ্যমে রংপুর এক্সপ্রেস ট্রেনের সকল বিষয় সম্পর্কে জেনে উপকৃত হতে পারবে। আপনারা যারা রংপুর থেকে ঢাকা কিংবা ঢাকা থেকে রংপুর যেতে চান তারা অবশ্যই এই ট্রেনটির কথা ভেবে দেখতে পারেন আশা করছি আনন্দপুর্ণ সহজ ও সুন্দর ভ্রমণ প্রদান করতে সক্ষম এই রংপুর এক্সপ্রেস ট্রেন।
রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
সময়সূচী সম্পর্কিত বিষয়ের মাধ্যমে আমরা তুলে ধরব রংপুর এক্সপ্রেস ট্রেনটির কখন রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা শুরু করেন, এবং এই ট্রেনটি কখন ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা করে থাকেন। একই সাথে ছুটির দিনের বিষয়ে কি সুন্দর ভাবে উপস্থাপন করা হবে আমাদের প্রধান কৃত তালিকাটির মাধ্যমে নিচে সময়সূচি সম্পর্কে যা তথ্য প্রদান করা হচ্ছে।
স্টেশন | ছুটির দিন | ছাড়ায় সময় | পৌছানোর সময় |
ঢাকা টু রংপুর | সোমবার | ০৯ঃ১০ | ১৯ঃ১০ |
রংপুর টু ঢাকা | রবিবার | ২০ঃ১০ | ০৬ঃ০৫ |
রংপুর এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন সময়সূচী
রংপুর থেকে ঢাকা অনেক বড় পথ। দীর্ঘ এই পথ পাড়ি দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ব্রেক দিয়ে থাকেন। বিরতির এই সময় সূচি সম্পর্কে জানতে আমাদের আলোচনাটি গুরুত্বপূর্ণ। রংপুর এক্সপ্রেস ট্রেনটি যে সমস্ত স্টেশনে বিরতি রাখেন সেই সমস্ত বিরতি স্টেশনের নাম ও সময় কি সুন্দরভাবে উল্লেখ করা হচ্ছে নিচে।
বিরতি স্টেশন নাম | ঢাকা থেকে | রংপুর থেকে |
বিমান বন্দর | ০৯ঃ৩৩ | —- |
বি-বি-পূর্ব | ১১ঃ২৮ | ০৩ঃ৪৩ |
চাটমোহর | ১২ঃ৫২ | — |
নাটোর | ১৩ঃ৪৯ | ০১ঃ০৮ |
সান্তাহার | ১৫ঃ০৫ | ০০ঃ০৭ |
তালোড়া | ১৫ঃ৩৩ | ২৩ঃ৪২ |
বগুড়া | ১৫ঃ৫৬ | ২৩ঃ১৯ |
সোনাতলা | ১৬ঃ২৯ | ২২ঃ৪৭ |
বোনারপাড়া | ১৬ঃ৪৭ | ২২ঃ২০ |
গাইবান্ধা | ১৯ঃ২০ | ২১ঃ৫৫ |
বামনডাঙ্গা | ১৯ঃ৫২ | ২১ঃ২৪ |
পীরগাছা | ১৮ঃ১১ | ২১ঃ০৫ |
কাউনিয়া | ১৮ঃ২৯ | ২০ঃ৩০ |
রংপুর এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা
ভাড়া সম্পর্কিত বিষয়ে চিন্তিত ব্যক্তিগণ। ভাড়ার বিষয় সম্পর্কে জেনে উপকৃত হতে পারবেন এখান থেকে। আসুন ভেদে ভাড়ার বিষয়টি উপস্থাপন করা হচ্ছে।
আসন বিভাগ | টিকেটের মূল্য (১৫% ভ্যাট) |
শোভন | ৩৯০ টাকা |
শোভন চেয়ার | ৪৬৫ টাকা |
স্নিগ্ধা | ৬২০ টাকা |
এসি সিট | ৯৩০ টাকা |
ট্রেনে ভ্রমণ করার ক্ষেত্রে বেশ কিছু সচেতনতা অবলম্বন করা প্রয়োজন। প্রথমত নিজের জিনিসপত্র নিজের দখলে রাখতে হবে। সচেতনতার সাথে যাত্রা করার প্রয়োজন রয়েছে। সেই সাথে যাত্রা চলাকালীন সময়ে জানলা দিয়ে হাত শহরের অন্য অঙ্গ বের করা যাবে না।