রাউটারের দাম কত| Wifi রাউটারের দাম কত ২০২৪

তথ্য যোগাযোগ প্রযুক্তির এই দুনিয়ায় একটি গুরুত্বপূর্ণ যন্ত্রের নাম হচ্ছে রাউটার। যেটি সাধারণত সফটওয়্যার ও হার্ডওয়্যার এর সমন্বয়ে তৈরি। রাউটার নেটওয়ার্ক তৈরির কাজে ব্যবহার করা হয়। অর্থাৎ রাউটার হচ্ছে এমন একটি যন্ত্র যেটি বিভিন্ন নেটওয়ার্কের মধ্য দিয়ে ডাটা প্যাকেট কে নিজ গন্তব্যস্থলে নিয়ে যায়। এটি সাধারণত ডাটা প্যাকেটকে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য খুব কম পাথ ব্যবহার করে থাকে। সাধারণত রাউটার ইন্টারনেটে ট্রাফিক ডিরেক্টিং এর কাজ সম্পন্ন করতে সাহায্য করে থাকে। বর্তমান সময়ে ইন্টারনেট প্রযুক্তির ব্যাপক ব্যবহার চালু হওয়ার কারণে এখন নেটওয়ার্কিং এর জন্য অনেকেই বাসা বাড়িতে কিংবা সকল ধরনের অফিস আদালতে এই রাউটার ব্যবহার করে থাকেন। রাউটার সাধারণত একাধিক নেটওয়ার্ক নিজের গন্তব্য স্থলে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অপরিসীম অবদান রাখে। তাইতো বাসা বাড়িতে কিংবা অফিসিয়াল বিভিন্ন ধরনের অনলাইন কাজের জন্য রাউটার ব্যবহার করা হয়। এজন্যই সকলের উদ্দেশ্যে আমরা আজকে রাউটারের দাম সম্পর্কে তথ্যগুলো শেয়ার করব যেগুলো বর্তমান তথ্য যোগাযোগ প্রযুক্তির এই সময় আপনাদেরকে সঠিক মূল্য রাউটার ক্রয় করে ব্যবহার করতে সাহায্য করবে।

আমরা প্রতিনিয়ত ইন্টারনেটের সাহায্যে আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করছে। আমাদের জীবনের একটি বিরাট জায়গা জুড়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি অবস্থান করছে। যেখান থেকে চাইলে আমাদের কখনোই বের হওয়া সম্ভব নয় কেননা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে জুড়ে কোনায় তথ্য যোগাযোগ প্রযুক্তি অবস্থান করছে। আমাদের নিজেদের স্বার্থে ব্যবহার করার জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি কিংবা ইন্টারনেটের বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে থাকি। আমাদের ব্যবহৃত এই ইন্টারনেট প্রযুক্তির যন্ত্রপাতি গুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে রাউটার। যা সাধারণত হার্ডওয়্যার ও সফটওয়্যার এর সমন্বয়ে তৈরি করা হয়। এটি নেটওয়ার্ক নিজ গন্তব্য স্থলে দ্রুত পৌঁছে দিতে সহায়তা করে থাকে। বর্তমানে ছোট ছোট অফিস আদালত কিংবা বাসা বাড়িতে সচল নেটওয়ার্ক প্রদানের জন্য রাউটার ব্যবহার করা হয়। রাউটার ব্যবহার করার মাধ্যমে মূলত ঘরে বসে বিভিন্ন ধরনের অনলাইন কর্মকান্ড সহজে করা সম্ভব হচ্ছে। তাইতো ঘরে ঘরে ইন্টারনেট প্রযুক্তির ব্যাপক জনপ্রিয়তার কারণে কোন ইন্টারনেট প্রযুক্তির এই গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি গুলো প্রচুর পরিমাণে ব্যবহৃত হচ্ছে।

রাউটারের দাম কত

ইন্টারনেট প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ মেশিন হচ্ছে রাউটার যা মূলত হার্ডওয়্যার ও সফটওয়্যার সমন্বয়ে তৈরি করা হয়। রাউটারের সাহায্যে মূলত ডাটা প্যাকেট তার নিজের গন্তব্যস্থলে সহজে পৌঁছে দেওয়া হয়। এটি নেটওয়ার্ক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই তো ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন ধরনের কাজকর্ম সম্পাদন করার জন্য এখন বাসা বাড়িতে কিংবা ছোট ছোট অফিস আদালতেও এই রাউটার ব্যবহৃত হচ্ছে। এজন্য আমরা আজকে রাউটারের দাম সম্পর্কিত তথ্য গুলো নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা ইন্টারনেট প্রযুক্তির বিভিন্ন কাজকর্মের জন্য রাউটার ক্রয় করার কথা ভাবছেন তারা আমাদের ওয়েবসাইট থেকে রাউটারের দাম সম্পর্কিত তথ্য গুলো দেখে নিন।

Wifi রাউটারের দাম কত

রাউটার দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে পকেট রাউটার যেখানে সিম ব্যবহার করে ইন্টারনেট ক্রয় করার পরবর্তী সময়ে ভিন্ন ভিন্ন ডিভাইসে ব্যবহার করা সম্ভব হয়ে থাকে। এছাড়াও ওয়াইফাই রাউটার এর বিষয় সম্পর্কে আমরা সকলেই জানি। আমরা মূলত ওয়াইফাই রাউটারের মূল্য সম্পর্কিত তথ্য প্রদান করে সহযোগিতা করার উদ্দেশ্য গ্রহণ করেছি। শহর থেকে গ্রাম সকল জায়গায় ওয়াইফাই চলে এসেছে ফলে রাউটারের ব্যবহার অনেক বৃদ্ধি পেয়েছে চাহিদার কথা চিন্তা করে বিভিন্ন কোম্পানি রাউটার তৈরি করেছে ভিন্ন ভিন্ন কোম্পানির আউটার গুলো ভিন্ন দামে রয়েছে। অনেকেই দাম সম্পর্কিত বিষয় সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করছে তাদের জন্য আমরা ওয়াইফাই রাউটারের মূল্য তালিকা প্রদান করে সহযোগিতা করছে।

বাংলাদেশের সেরা রাউটার এর মূল্য তালিকা 2024

রাউটার মডেল বাংলাদেশে দাম
Netis W4 300Mbps Wireless N Router ৳ ১,৩৯০
Anti-Rust Durable Router Stand ৳ ৮৫০
Mikrotik RB931-2nD hAP Mini Router ৳ ৩,১০০
4G Wi-Fi Pocket Router Single Sim ৳ ২,৫০০
ZTE MF283+ 4G Dual Mimo Wireless Gateway ৳ ৬,৫০০
Huawei Pocket Router Battery 1500mAh ৳ ৮০০
Olax Pocket Router Battery 3000mAh ৳ ১,২৫০
Netis N2 AC1200 Wireless Dual Band Gigabit Router ৳ ২,৭৮০
Huawei B970b 300Mbps SIM Card Supported Wi-Fi Router ৳ ৪,৫০০
Mikrotik RB2011UiAS-RM 5 Ports Gigabit Ethernet Router ৳ ১৫,৫০০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button