লাভ বার্ড পাখির দাম কত। একজোড়া লাভ বার্ড পাখির আজকের মূল্য

সাধারণত আগাপোরনিস প্রজাতির পাখিকে লাভ বার্ড বলা হয়। আগাপোরনিস শব্দটির গ্রীক শব্দ আগাপেইন যার অর্থ হচ্ছে টু লাভ এবং ল্যাটিন শব্দ ওর্নিস যার অর্থ হচ্ছে বার্ড। অর্থাৎ সারা পৃথিবীতে আগাপোরনিস প্রজাতির পাখিটি লাভ বার্ড নামে পরিচিত। লাভ বার্ড পাখিটি সাধারণত ছোট আকৃতির হয়ে থাকে এটি লম্বায় ৫ থেকে ৭ ইঞ্চি কিংবা ১৩ থেকে ১৫ সেন্টিমিটার হয়ে থাকে। লাভ বার্ড পাখির গড় আয়ু ২০ বছর হয়। সারা পৃথিবীতে সাধারনত নয় প্রজাতি লাভ বার্ড পাখি পাওয়া যায়। লাভ বার্ড পাখি দেখতে ছোট এবং সুন্দর হওয়ার কারণে অনেকেই বাসা বাড়িতে এই পাখি বসে থাকেন। এই পাখিটি মূলত আফ্রিকা অঞ্চলের সব থেকে বেশি পাওয়া যায়। তবে বর্তমান সময়ে অনেকেই বাংলাদেশের লাভ বার্ড পাখি বাসা বাড়িতে পালন করার জন্য ক্রয় করেন। তাইতো অনেক সময় অনেকেই লাভ বার্ড পাখি সম্পর্কে জানার জন্য বিভিন্ন ধরনের তথ্য অনুসন্ধান করেন। তাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি লাভ বার্ড পাখির দাম কত এবং একজোড়া লাভ বার্ড পাখির আজকের মূল্য সম্পর্কিত সকল তথ্য।

লাভ বার্ড একটি অতি সুন্দর পাখি। যা সাধারণত আফ্রিকা অঞ্চলে বেশি পাওয়া যায়। লাভার পাখি লম্বায় ৫ থেকে ৭ ইঞ্চি হয়ে থাকে এবং এর গড় আয়ু সাধারণত ১৫ থেকে ২০ বছর হয়। পাখিটি ছোট হলেও দেখতে অত্যন্ত সুন্দর একটি পাখি। পাখি প্রেমিক প্রতিটি মানুষের কাছে এজন্যই পাখিটি অনেক পছন্দনীয় হয়ে থাকে। লাভ বার্ড পাখি সৌন্দর্যের জন্য অনেকেই একে বাসায় লালন পালন করার জন্য ক্রয় করে থাকেন। বর্তমান সময়ের শুধুমাত্র বিশ্বের বিভিন্ন দেশে নয় বরং বাংলাদেশেও অনেকেই এই পাখি বাসা বাড়িতে বসে থাকেন। তাইতো তারা বিভিন্ন ধরনের পাখি বাজার থেকে এই পাখিগুলো সংগ্রহ করে নিজের কাছে রাখেন। লাভ বার্ড একটি চটপটে স্বভাবের পাখি। এই পাখি সারাদিন বিভিন্ন ধরনের কাজ করতে পছন্দ করে। তবে লাভ বার্ড পাখি সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এ থাকি চিল্লাচিল্লি করে থাকে। উচ্চস্বরে চিল্লাচিল্লির কারণে লাভ বার্ড পাখি অনেকের কাছে বিরক্তিকর মনে হলেও পাখি প্রেমীদের কাছে অর্থাৎ লাভ বার্ড প্রেমীদের কাছে এই পাখি খুবই মনোহর।

লাভ বার্ড পাখির দাম কত

লাভ বার্ড একটি চটপটে স্বভাবের পাখি। এই পাখি লম্বায় অনেক ছোট হলেও এটি সর্বদা চটপটে থাকতে পছন্দ করে এবং এই পাখি উচ্চস্বরে চিল্লাচিল্লি করে চারপাশকে সুন্দরভাবে মাতিয়ে রাখে। তাইতো লাভ বার্ড প্রেমিক প্রতিটি মানুষের কাছে লাভ বার্ড পাখি অনেক পছন্দনীয়। তারা সাধারণত বাসা বাড়িতে লাভ বার্ড পাখি বসে থাকে। তাই আমরা সকলের কথা ভেবে আজকে লাভ বার্ড প্রেমীদের জন্য নিয়ে এসেছি আমাদের প্রতিবেদনে লাভ বার্ড পাখির দাম কত সে সম্পর্কিত সকল তথ্য। এই তথ্যগুলোর আলোকে আপনারা লাভ বার্ড পাখির দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন এবং আপনার পছন্দের পাখি ক্রয় করতে পারবেন। নিচে লাভ বার্ড পাখির দাম কত তুলে ধরা হলো:

    • ১ মাস বয়সের লাভ বার্ড পাখির দাম ৪০০ টাকা

থেকে ৪৫০ টাকা পর্যন্ত।

• ২ মাস বয়সের লাভ বার্ড পাখির দাম ৫৫০ টাকা

থেকে ৬০০ টাকা

• ৩ মাসের লাভ বার্ড পাখির দাম ৬০০ টাকা থেকে

৬৫০ টাকা পর্যন্ত।

• ৩ মাসের বেশি বয়সের লাভ বার্ড পাখির দাম ৭০০

টাকা অথবা ৭০০ টাকার একটু বেশি হবে।

নিচের ছবিটিতে যে লাভ বার্ড পাখিটি দেখতে পাচ্ছেন এই প্রজাতির লাভ বার্ড পাখিগুলোর দাম ৪০০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

লাভ বার্ড
লাভ বার্ড

এক জোড়া লাভ বার্ড পাখির আজকের মূল্য

এখন আমরা সকল লাভ বার্ড প্রেমিক বন্ধুদের উদ্দেশ্যে একজনও লাভ বার্ড পাখির সঠিক মূল্য সম্পর্কে জানাবো। আমাদের আজকের এই তথ্যগুলোর আলোকে আপনারা লাভ বার্ড পাখির বর্তমান বাজার সম্পর্কে জানতে পারবেন। তাই আপনারা যারা বিভিন্ন ওয়েবসাইটে একজোড়া লাভ বার্ড পাখি ক্রয় করার জন্য এর দাম সম্পর্কে তথ্য গুলো অনুসন্ধান করছেন তারা আমাদের ওয়েবসাইট থেকে আজকের এই পোস্টটি সংগ্রহ করলে সহজেই এক জোড়া লাভ বার্ড পাখির সঠিক মূল্য সম্পর্কে তথ্যগুলো জেনে নিতে পারবেন। নিচে এক জোড়া লাভ বার্ড পাখির আজকের মূল্য তুলে ধরা হলো:

লাভ বার্ড পাখি নর মাদি চেনার উপায়

কিন্তু যারা নতুন চিনতে পারেন না তাদের আজকে নর মাদি চিনার কিছু টিপস দিয়ে দিবো, তাহলে আসুন জেনে নেই।

   • লাভ বার্ড পাখির জেটার মাথা ছোট আর চিকুন

    থাকবে, সেটা মাদি হবে। আর যেটার মাথা একটু

     মোটা আর একটু বড় সেটাকে নর বলা হয়।

   • লাভ বার্ড পাখির সাস্থ দেখেও আপনারা নর মাদি

     চিনতে পাবেন। যেই লাভ বার্ড এর সাস্থ ভালো

     থাকলে সেটাকে নর  বলা হয়।

   • আপনার লাভ বার্ড পাখি যখন একটি আরেকটির

   উপর উঠে চরা দিবে তখনও আপনারা এই লাভ বার্ড

    পাখি চিনতে পারবেন। যেই পাখিটা উপরে উঠে চরা দিবে সেইটাকে নর বলা হয়।

   • লাভ বার্ড পাখি যখন ডিম পারবে তখনও আপনারা

    নর মাদি চিনতে পারবেন। কেউ লাভ বার্ড পাখি  ডিম  দিবে সেটা হচ্ছে মাদি আর যেটা ডিম দিবে না      সেটা হচ্ছে নর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button