সুজুকি জিক্সার এস এফ দাম ২০২৪ [দাম ও রিভিউ]

বাংলাদেশের জনপ্রিয় বাইকের তালিকায় সুজুকি কোম্পানির বেশ কয়েকটি বাইক রয়েছে। জনপ্রিয়তার শীর্ষে থাকা ভাগ্যলের মধ্যে জায়গা করে নিয়েছে সুযোগই কোম্পানির জিক্সার এস এফ বাইকটি। আমরা আমাদের আলোচনাটির মাধ্যমে এই বাইকের বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে সহযোগিতা করার আগ্রহ নিয়ে উপস্থিত হয়েছি। সুতরাং আপনি যদি একটি বাইক ক্রয় করার ক্ষেত্রে পারফরম্যান্স ও আউট লুক দিয়ে থাকেন তাহলে আপনার জন্য আদর্শ বাইক হতে পারে সুজুকি কোম্পানির জিক্সার এসএফ বাইক । সুতরাং আমাদের সম্পূর্ণ আলোচনাটির সাথে থেকে এই বাইকের বিষয় সম্পর্কে বিস্তারিত জানুন এবং পরবর্তী সময়ে বাইক নির্বাচন করুন।

সুজুকি জিক্সার বাইকটির পারফরমেন্স ও আউটলুকের ক্ষেত্রে বাংলাদেশের ইয়াং জেনারেশনের মধ্যে ব্যাপক প্রশংসা পেয়েছে। বর্তমান সময়ে বাইকটির মূল্যসহ ইঞ্জিন পারফরম্যান্স সকল বিষয়ে জানতে পারবেন আমাদের এই একটি আলোচনায় সুতরাং যারা বাইকটি ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই বিস্তারিত বিষয় সম্পর্কে জানবেন পরবর্তী সময়ে নির্বাচন করবেন।

বাইক হচ্ছে প্রয়োজনীয় একটি পরিবহন। বাইক ছাড়া যেন ছেলেরা অসম্পূর্ণ। সকলের স্বপ্ন রয়েছে একটি বাইক ক্রয় করার নিজের পছন্দের বাইকটি ক্রয়ের উদ্দেশ্যে অনেকেই দিন গুনছেন। তবে অসংখ্য ছেলেদের স্বপ্ন রয়েছে সুজুকি কোম্পানির জিক্সার এসএফ বাইকটি ক্রয়ের। এক্ষেত্রে আমরা চেষ্টা করব তাদেরকে দাম সহ অন্যান্য বিষয়গুলো সম্পর্কে জানিয়ে সহযোগিতা করতে। সুতরাং আমাদের সাথে থাকুন এবং বাইকের বিষয় সম্পর্কে বিস্তারিত জান যেহেতু একটি বাইক দীর্ঘদিন চালানো হয়ে থাকে তাই সকল বিষয়ে বিচার-বিশ্লেষণের পরবর্তী সময়ে বাইক নির্বাচন করা প্রয়োজন।

সুজুকি জিক্সার এস এফ দাম ২০২৪

সুজুকি জিক্সার এসএফ বাইকটির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেতে চলেছে। ফলে বিভিন্ন ধরনের আপডেট এর মাধ্যমে বাইকটি বর্তমান সময়ে অত্যন্ত সুন্দর ও আদর্শ একটি বাইক। আজকের আলোচনাটির মাধ্যমে আদর্শ এই বাইকের বিষয় সম্পর্কে বিস্তারিত জানাবো আপনাদের। আলোচনা শুরুতেই মূল্য সম্পর্কিত বিষয় সম্পর্কে জানাবো আজকে। সুতরাং আপনারা যারা আদর্শ এই বাইকটি ক্রয় করতে যাচ্ছেন তারা এখান থেকে মূল্যসহ অন্যান্য বিষয়গুলো সম্পর্কে জানুন এবং আপনার জন্য এই বাইকটি কেমন হবে এই সমস্ত বিষয়ে বিবেচনায় আনার পরবর্তী সময়ে বাইক নির্বাচন করুন। আমরা বাইকটির দাম সহ ফিচারের বিষয় সম্পর্কে তথ্য তুলে ধরছে নিচে।

  • Suzuki gixxer SF(glass sparkle Black) দাম ২,৯৩,৯৫০ টাকা
  • Suzuki gixxer SF (Mera Red) দাম ২,৯৪,৯৫০ টাকা
  • Suzuki gixxer SF (Matt Cobalt Blue) দাম ৩,৩৪,৯৫০ টাকা

Gixxer key highlights

Engine Capacity 155 cc
Mileage

45 km
Transmission 5 Speed Manual
Kerb Weight 141 kg
Fuel Tank Capacity 12 litres
Seat Height 795 mm

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button