Realme 12 pro plus বাংলাদেশ দাম

realme এর ফোন গুলো বর্তমান সময়ে বাংলাদেশে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। যদিও অফিসিয়াল ভাবে রিয়েল মেয়ের সকল মডেল বাংলাদেশে প্রকাশ হচ্ছে না এরপরেও জনপ্রিয়তার কারণে আনঅফিসিয়াল ভাবে মার্কেটে পাওয়া হচ্ছে সকল স্মার্টফোন। আমরা বর্তমান সময়ের সেরা ও জনপ্রিয় একটি স্মার্টফোনের বিষয় সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য প্রদানের পাশাপাশি দামের বিষয় সম্পর্কে জানিয়ে সহযোগিতা করব। আপনারা যারা রিয়েল মি কোম্পানির আপডেট ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোনটি ক্রয় করতে যাচ্ছেন তাদের জন্য আমাদের এই আলোচনাটি সহযোগিতামূলক হতে পারে।

বাংলাদেশী অ্যান অফিসিয়াল ফোন হিসেবে দাম বিবেচনায় অত্যন্ত সেরা একটি দিল হতে পারে realme 12 pro প্লাস। তবে এই স্মার্টফোনটি কেনার পূর্বে বেশ কিছু বিষয় সম্পর্কে জানা প্রয়োজন বলে মনে করছি আমরা। দেখতে অসম্ভব সুন্দর হলেও ফোনের বেশ কিছু বিষয় সম্পর্কে জানার পরবর্তী সময়ে ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন। অবশ্যই দাম বিবেচনায় ফিচারের বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। আর এই সকল বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদানের উদ্দেশ্যে আমাদের এই আর্টিকেল। আশা করছি সম্পূর্ণ আলোচনাটির সাথে থাকার মাধ্যমে ফোনের বিষয়ে বিস্তারিত জানতে সক্ষম হবেন।

Realme ১২ প্রো প্লাস বাংলাদেশ দাম

কোনটি প্রকাশ হওয়ার পরবর্তী সময় থেকে অনেকেই ফোনের বিষয় সম্পর্কে বিস্তারিত জানার আগ্রহ প্রকাশ করছে। এর প্রধান কারণ হচ্ছে ফোনটির ডিজাইন। realmi কোম্পানির নাম্বার সিরিজের মধ্যে নতুন এই ডিজাইনটি মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এছাড়া ফোনটির ক্যামেরা সেটআপ ডিসপ্লে ও পারফরম্যান্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রদান করেছে কোম্পানি যার ফলে সুন্দর একটি স্মার্টফোন হিসেবে মানুষের কাছে পরিচিতি লাভ করেছে। যেহেতু অফিসিয়াল ভাবে এই ফোনটি দেশের মার্কেটে এভেলেবল নয় তাই আনঅফিসিয়াল ভাবে অনেকেই ক্রয় করছেন এই ফোন। আনোই অফিসিয়াল ফোন গুলোর ক্ষেত্রে দাম প্রায় প্রতিদিনই কম বেশি হয়ে থাকে। এক্ষেত্রে সঠিক প্রাইজের বিষয় সম্পর্কে জানানো অনেকটাই কঠিন এর পরেও আমরা বর্তমান সময়ের মূল্য প্রদান করে সহযোগিতা করব আপনাদের। অর্থাৎ আপনারা যারা বাংলাদেশ থেকে realme টুয়েলভ প্রো প্লাস কোনটি ক্রয় করতে চাচ্ছেন তারা এখান থেকে দামের বিষয় সম্পর্কে জেনে নিতে পারেন।

Realme 12 Pro 5G

8/128•••37000 to 39000 Tk

12/256••42000 to 44000 Tk

Realme 12 Pro Plus 5G

8/256•••45500 to 47500 Tk

12/256••49500 to 51500 Tk

realme 12 pro plus রিভিউ

বাজেট বিবেচনায় সত্যিই ফোনটি অসাধারণ। আপনারা যারা একটি ফোন নিয়ে সকল ক্ষেত্রে ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য সেরা হতে পারে এই ফোন। এই ফোনটিতে ব্যবহৃত ক্যামেরা ডিসপ্লে ও পারফরমেন্সের বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করছি নিচে। আশা করছি যারা ফোনটি ক্রয় করবেন তারা অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে জেনে নিবেন।

Performance

  • OS
    Android 14
  • Custom UI
    Realme UI 5.0
  • Chipset
    Qualcomm SM7435-AB Snapdragon 7s Gen 2 (4 nm)
  • CPU
    Octa-core (4×2.40 GHz Cortex-A78 & 4×1.95 GHz Cortex-A55)
  • GPU
    Adreno 710
    – 64 bit

Camera

Primary Camera 64MP
8MP
2MP
Secondary Camera 16MP
Camera Features HDR, panorama
Video 4K@30fps

Display

  • Size
    6.7 inches, 108.0 cm2
  • Type
    AMOLED capacitive touchscreen, 1B colours
  • Bezel-Less Display
    Punch-Hole Display
  • Resolution
    1080 x 2412 pixels
  • Pixel Density
    394 ppi density
  • Aspect Ratio
    20:9 ratio
  • Multitouch
    Yes
  • Screen & Body Ratio
    90.4% screen & body ratio
  • More
    – 120Hz refresh rate
    – 800 nits (HBM) brightness
    – 950 nits (peak) brightness

যেহেতু নতুন ফোন এবং আনঅফিসিয়াল তাই দাম অনেকটাই বেশি রাখা হয়েছে। ফোনটির চাহিদা কমার সাথে সাথেই এর মূল্য কমতে শুরু করবে। সুতরাং আপনারা যারা ফোনটি ক্রয় করবেন ১০ থেকে ১৫ দিন পর ক্রয় করলে দুই থেকে পাঁচ হাজার টাকা কমার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button