টেকনো কেমন ৩০ এর দাম| Tecno Camon 30 Price in Bangladesh 2024

টেকনো বাংলাদেশ অফিসিয়াল ভাবে আবারও লঞ্চ করল কেমন সিরিজের দুইটি স্মার্ট ফোন। একটি হচ্ছে টেকনো ক্যামন ৩০ এবং অন্যটি হচ্ছে টেকনো কেমন ৩০ প্রিমিয়াম। প্রিমিয়াম ফোনটি ৬৯ হাজার টাকায় লঞ্চ করা হয়েছে দেশের মার্কেটে তবে আকর্ষণীয় দামে পাওয়া যাচ্ছে টেকনো কেমন ৩০, সুন্দর এই স্মার্টফোনটি মূল্য বিবেচনায় সত্যিই খুবই ভালো বর্তমান সময়ের বাজেটের সেরা স্মার্টফোনের দাবিদার।
আজকের আলোচনাটির মাধ্যমে আমরা টেকনো কেমন ৩০ এর দাম অফিসার সম্পর্কিত বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা প্রদান করব আপনাদের মাঝে। সুতরাং আপনারা যারা টেকনো কেমন ৩০ স্মার্টফোনটির বিশেষ সম্পর্কে বিস্তারিত জানতে চান তাদের জন্য আমাদের এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে এর কারণ আমরা টেকনো কেমন সিরিজের নতুন এই স্মার্টফোনটির বিষয়ে বিস্তারিত সকল তথ্য তুলে ধরে সহযোগিতা করব। প্রতি বেশ কিছু ক্ষেত্রে খুবই স্পেশাল এর মধ্যে ফোরটিতে রয়েছে দারুন ক্যামেরা সে সাথে এআই ফিচার। টেকনো কেমন সিরিজের এই ফোনে দারুন কিছু এ আই ফিচার রয়েছে যা সত্যিই অবাক করার মত।
টেকনো কেমন ৩০ ফিচার
বর্তমান সময়ের বাজেটের মধ্যে সেরা স্মার্টফোনগুলোর তালিকার প্রথমে জায়গা করে রাখছে টেকনো কেমন সিরিজের এই স্মার্টফোনটি। ফোনটি বাজারে আসার পরবর্তী সময় থেকে অসংখ্য ব্যক্তি আগ্রহের সাথে এর ফিচার সম্পর্কিত বিষয় সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করে অনুসরণ করছেন। অনুসন্ধানকারী সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আলোচনায় এখান থেকে মূল্যসহ ফিচারের বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান লাভ করতে পারবেন। নতুন এই ফোনটির ফিচারের বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেওয়া হচ্ছে। আপনারা সকলেই জানেন টেকনোর কেমন সিরিজটি জনপ্রিয় হচ্ছে বাংলাদেশে। কেমন সিরিজের স্মার্টফোনগুলো ক্যামেরা স্পেশাল হিসেবে পরিচিতি লাভ করেছি ব্যতিক্রম ঘটেনি এবারও। এবার ক্যামেরায় বাড়তি যোগ হয়েছে এআই সেইসাথে দারুন ছবি তোলেন এই ক্যামেরা।
Tecno Camon 30 5G

- অপারেটিং সিস্টেমAndroid 14HIOS 14
- স্ক্রিন6.78 ইঞ্চি1080×2436 পিক্সেল
- ব্যাটারি5000 এমএএইচ
- কর্মক্ষমতা8/12জিবি RAMDimensity 7020
- ক্যামেরা50MP1080p
- স্টোরেজ256/512জিবি
টেকনো কেমন ৩০ এর দাম
টেকনো কোম্পানির নতুন এই স্মার্টফোন ক্রয় করতে আগ্রহ প্রকাশ করছেন অনেকেই। অফিসিয়াল স্মার্টফোন মার্কেটে এই ফোনটি বাজেটের সেরার দাবীদার তাই ফোনটি ক্রয়ের আগ্রহ দেখা যাচ্ছে অনেকের মাঝে আমরা ফোনের দাম সম্পর্কিত বিষয় সম্পর্কে জানাবো এখানে। উপরের আলোচনায় বিচার সম্পর্কিত বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি আপনারা গুরুত্ব আলোচনা থেকে ফিচারের বিষয় সম্পর্কে জানার পরবর্তী সময়ে দাম জেনে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন।
টেকনো কেমন ৩০ এর দাম ৳.24,999 (Official)